Viral Video: খরস্রোতা নদীতে রাফটিং করাই কাল হল এই তিন জনের, মন শক্ত করে দেখুন ভিডিয়ো
Latest Viral Video: ঘটনাটি ঋষিকেশের। এই ভিডিয়োটি অ্যাডভেঞ্চার_ঋষিকেশ_2.0 নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ এই ক্লিপ দেখেছেন। 20 হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন।
Viral Video Today: অনেকেই রিভার র্যাফটিং কথাটির সঙ্গে পরিচিত। অনেকে আবার পাহাড়ে ঘুরতে গিয়ে একবার হলেও রিভার র্যাফটিং করেছেন। যাদের জলে ভয়, তারা সাধারনত এটিকে এড়িয়েই চলেন। একেবারেই যে বিপদের সম্ভাবনা থাকে না, তা নয়। তবে রিভার র্যাফটিং-এর সময় অভিজ্ঞ একজন থেকে দু’জন আপনার সঙ্গে থাকবে। রিভার র্যাফটিং করা মানে এক কথায় একটা বড় সর অ্যাডভেঞ্চারে সামিল হওয়া। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। এমনকি যদি রিভার র্যাফটিং করার প্ল্যানও করেন, তবে আপনি করার পর দশবার ভাববেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনজন নদীতে খুব স্পিডে রিভার র্যাফটিং করছেন। তবে এটি অন্য সব রিভার র্যাফটিং-এর থেকে একটু আলাদা। সাধারনত আপনাকে একটি বোটের উপর বসিয়ে দেওয়া হয়, আর সেটিকে চালাতে হয় নদীর স্রোতে। কিন্তু এতে দেখা যাচ্ছে, একটি হাই স্পিড বোটের সঙ্গে অন্য একটি বোডকে বেঁধে দিয়েছে। আর সেই বোটে তিনজন বসে রয়েছেন। কিছুক্ষণ পরেই এমন কিছু হল, যা আপনি ভাবতেও পারবেন না। হঠাৎই এক জায়গায় এত উঁচু ঢেউ এল যে, নৌকায় বসে থাকা তিনজনই ছিটকে জলে পড়ে গেল। কিন্তু ততক্ষণে সামনের বোটটি অনেক এগিয়ে গিয়েছে।
View this post on Instagram
ভাইরাল হওয়া ঘটনাটি ঋষিকেশের। এই ভিডিয়োটি অ্যাডভেঞ্চার_ঋষিকেশ_2.0 নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ এই ক্লিপ দেখেছেন। 20 হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ওদের আর কোনও সেফটি কোন দেওয়া হয়নি?” আরও একজন কমেন্টে লিখেছেন,”কখনই লাইফ জ্যাকেট না পরে রিভার র্যাফটিং করবেন না।”