Viral Video: জলপ্রপাতে স্নান করার সময় একদল লোকের মাথায় ভেঙে পড়ল পাহাড়, বুকের পাটা থাকলে তবেই দেখুন…
Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। 1.29 লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন এবং কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
Viral Video Today: কখন যে কীভাবে বিপদ নেমে আসবে, তা আর কে বলতে পারে। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। কখনও এমন কিছু দুর্ঘটনার ভিডিয়ো সামনে আসে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার এমন কিছু ভিডিয়ো থাকে, যা অবাক করার মতো। অনেক ভিডিয়োই ভাইরাল হয়, যেখানে মানুষ ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জলপ্রপাতের নীচে দাড়িয়ে স্নান করছিল কিছু মানুষ। তার তখনই এমন এক কাণ্ড হল, যা আপনি ভাবতেও পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জলপ্রপাতের নীচে কিছু মানুষ আনন্দে স্নান করছে। একপাশে যেখানে উপর থেকে মুশলধারে জল পড়ছে। অন্যদিকে জলপ্রপাতের নীচে মজা করতে দেখা যাচ্ছে অন্যদের। এ সময় একটি বড় পাথরের টুকরো জলের সঙ্গে তাদের ওপর পড়ে। এটা দেখে লোকজন চিৎকার শুরু করে। তবে এ ঘটনায় সেখানে উপস্থিত লোকজনের কী দশা হয়েছে, সে তথ্য এখনও জানা যায়নি।
बरसात के मौसम के दौरान पहाड़ो में झरनों के नीचे नहाने से बचें। pic.twitter.com/bY9Xs08zxw
— Chamoli Police Uttarakhand (@chamolipolice) August 20, 2023
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। 1.29 লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন এবং কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। উত্তরাখণ্ডের চামোলি পুলিশ তাদের টুইটার হ্যান্ডেলে এমনই একটি ভিডিয়ো শেয়ার করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “বর্ষাকালে পাহাড় থেকে দূরে থাকাই ভাল। নাহলে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেক সময় পাহাড়ি এলাকায় ভূমিধসের মতো ঘটনাও দেখা যায়। “