Viral Video: রাস্তায় চলছে আট সিটের অদ্ভুতদর্শন বাইক, চক্ষু ছানাবড়া নেটিজ়েনদের
Latest Viral Video: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দুটি ছেলে একটি আট সিটের বাইকের উপর বসে আছে। অর্থাৎ বাইকটির পিছনে একটি চাকা। আর সামনে একটি চাকা। মাঝে আটটি সিট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেকে অনেক লাইক আর শেয়ার করেছে।
ইন্টারনেটের যুগে প্রচুর মানুষের প্রতিভা সামনে আসে। আর সোশ্যাল মিডিয়া থাকার দরুণ সেই সব মানুষগুলোর পরিচিতি আরও বাড়ে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারমধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্যই করা হয়। আর সেই সব কিছুর মধ্যে কিছু ভিডিয়ো এমনও হয়, যা থেকে চোখ সরানো দায় হয়ে যায়। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দুটি ছেলে একটি আট সিটের বাইকের উপর বসে আছে। অর্থাৎ বাইকটির পিছনে একটি চাকা। আর সামনে একটি চাকা। মাঝে আটটি সিট।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাইকে শুধুমাত্র দু’জন লোক বসে আছেন। কিন্তু আপনার চোখ যাবে অদ্ভুত বাইকটির দিকে। যেটিকে দেখতে একেবারেই সাধারণ বাইকের মতো নয়। সাতটি সিট লাগানো রয়েছে। আর তার সঙ্গে ধরার জন্য হাতলও দেওয়া হয়েছে। ব্যক্তিটি লোহার রড, সাইকেলের সিট এবং বাইকের হ্যান্ডেল-চাকার সাহায্যে কী মজাদার বাইক তৈরি করেছেন, যা রাস্তায় অবাধে চলছে। এটি একটি ব্যাটারি চালিত 8 সিটার বাইক, যেটি একটি ছেলে চালাচ্ছে, অন্য ছেলেটি তার পিছনে বসে আছে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেকে অনেক লাইক আর শেয়ার করেছে। প্রচুর মানুষ কমেন্ট করেছে এই ভিডিয়োয়। ইন্সটাগ্রামে xoja_._ নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 6.3 মিলিয়ন অর্থাৎ 63 লাখ বার দেখা হয়েছে। যেখানে 2/5 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছে।