Viral Video: কুকুরের ওপর করা অত্যাচারের বদলা নিল এক গোরু, ধাক্কা মেরে ফেলে দিল সেই মানুষটিকে…
ফুটেজটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা। তিনি নিজে ক্যাপশন দিয়েছেন 'কার্মা।' মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে পোস্ট করার পর থেকে ভিডিয়োটি ১.২ লক্ষেরও বেশি ভিউ এবং প্রায় ৩,০০০ টি রিটুইট পেয়েছে।
মানুষ যে কত রকমের হয়ে থাকে তা সত্যিই আন্দাজ করা যায় না। এতটা ঘেন্না যে একটা মানুষের মধ্যে থাকতে পারে সেটা ভাবলেই কেমন যেন অস্তিত্ব সঙ্কটের মধ্যে পড়তে হয় আমাদের। একটি কুকুরের ওপর অকারণে অত্যাচার করার একটা অত্যন্ত বিরক্তিকর ভিডিয়ো ভাইরাল হয় ইন্টারনেটে। তবে, এখানেই শেষ নয়। ভিডিয়োটি একটি অপ্রত্যাশিত মোড় নেয় মাঝে। যখন একটি গরু মানুষটির দিকে তেড়ে আসে আর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়।
ভিডিয়োটি দেখুন:
Karma ?? pic.twitter.com/AzduZTqXH6
— Susanta Nanda IFS (@susantananda3) October 31, 2021
অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে যে লোকটি বারবার কুকুরটিকে তার কান ধরে টেনে তুলছে। সেজন্য অসহায় কুকুরটি ব্যথায় চিৎকার করছে। চেক শার্ট আর ট্রাউজার পরা এই লোকটি কুকুরটি কাঁদা সত্ত্বেও কান ধরে টানতে থাকে। কিছুক্ষণ পরেই হঠাৎ করে একটি গোরু ঘটনাস্থলে ঢুকে পড়ে। সে প্রচণ্ড ক্ষিপ্তভাবে লোকটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপরে লোকটি নিজের প্রতিক্রিয়া জানাতে পারার আগেই গোরুটি লোকটিকে আক্রমণ করা শুরু করে। এই দৃশ্যকে ইন্টারনেটে অনেকেই ‘ইন্সট্যান্ট কার্মা’-এর নিখুঁত উদাহরণ হিসাবে অভিহিত করেছে।
ফুটেজটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা। তিনি নিজে ক্যাপশন দিয়েছেন ‘কার্মা।’ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে পোস্ট করার পর থেকে ভিডিয়োটি ১.২ লক্ষেরও বেশি ভিউ এবং প্রায় ৩,০০০ টি রিটুইট পেয়েছে।কমেন্ট সেকশনে অনেকেই শুধু কুকুরটির ওপর অত্যাচার করা ব্যক্তিকে নয়, যে লোক কুকুরটির সাহায্য না করে ভিডিয়ো করেছে, তারও তীব্র সমালোচনা করেছে।
That cow is better than that person taking pic?
— Pr ?? (@PrTox) October 31, 2021
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?