Viral Video: কী এমন ঘটল? ক্যাব চালককে সপাটে চড় মহিলার

Woman, beating, সূত্র মারফত জানা গিয়েছে, নিজের এক বন্ধুকে স্কুটারে বসিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় রাস্তার যানজট ছিল। সেই কারণে ওই ক্যাব চালকের গাড়ি যানজটে আটকে ছিল। ওই মহিলার স্কুটারকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা দিচ্ছিলেন না ওই ক্যাব চালক।

Viral Video: কী এমন ঘটল? ক্যাব চালককে সপাটে চড় মহিলার
ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 4:59 PM

নয়া দিল্লি: মাঝ সড়কে সবার সামনে এক ক্যাব চালককে সপাটে চড় মারলেন এক মহিলা। দিল্লির এই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জানা গিয়ে রাজধানীর পশ্চিম পটেল নগর থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দু’মিনিটের এই ভিডিয়োতে দেখা গিয়েছে, নীল রঙের টি শার্ট ও মুখে মাস্ক পরিহিত এক মহিলা রাস্তার মাঝখানে ক্যাব চালকের জামার কলার ধরে তাঁকে উত্তম মধ্যম মার দিচ্ছেন। ওই মহিলার সঙ্গে আরও একজন মহিলাও ছিলেন। এই ঘটনার সময় অসংখ্য লোক ওই মহিলা ও ক্যাব চালকে ঘিরে জড় হয়েছিলেন।

দেখে নিনি ঘটনার ভিডিয়ো…

সূত্র মারফত জানা গিয়েছে, নিজের এক বন্ধুকে স্কুটারে বসিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় রাস্তার যানজট ছিল। সেই কারণে ওই ক্যাব চালকের গাড়ি যানজটে আটকে ছিল। ওই মহিলার স্কুটারকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা দিচ্ছিলেন না ওই ক্যাব চালক। বারবর হর্ন বাজানোর পরেও জায়গা না পেয়ে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ওই ক্যাব চালককে গালি গালাজ করেন ওই মহিলা। এরপর ক্যাব চালকে গাড়ি থেকে বের করে আনেন ওই মহিলা। এই সময় সেখানে উপস্থিত অনেকেই এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করলেও তাদেরকেও কটু কথা বলেন ওই স্কুটার আরোহী মহিলা।

ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্ত মহিলা ক্যাব চালকের জামা ধরে টেনে তাঁকে মারধর করছেন। কিন্তু ওই গাড়ি চালকের দিক থেকে মহিলার উদ্দেশে কোনও আগ্রাসন ভিডিয়োতে দেখা যায়নি। সেখানে উপস্থিত অনেকে সেই ঘটনা ক্যামেরা বন্দী করে রেখেছিলেন। পরে তাদের মধ্যেই কেউ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। গত সপ্তাহে দিল্লির পশ্চিম প্যাটেল নগরের কাছে ২২ নম্বর ব্লকের কস্তুরী লাল আনন্দ মার্গে এই ঘটনাটি ঘটেছে। ভিডিয়োতে শোনা গিয়েছে ঘটনার সময়ে সেখানে উপস্থিত অনেকেই সেই মহিলার ওপরই দোষারোপ করেছেন। কিন্তু তাতেও থেমে যাননি ওই মহিলা, উল্টে তাদেরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তিনি।

আরও পড়ুন Supreme Court on Tripura: ইউএপিএ ধারায় অভিযুক্ত সাংবাদিক, আইনজীবীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয়, ত্রিপুরা সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন Mahindra Kept Promise: ‘আয়রন ম্যানের’ পোশাক তৈরি করে নজর কেড়ে ছিলেন মণিপুরের তরুণ, তাঁকে দেওয়া কথা রাখলেন আপ্লুত আনন্দ মাহিন্দ্রা!