কেরিয়ারের প্রথম টি-২০ শতরান করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। এবং প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ৫৭ বলে ১২৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ভারতীয় তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।
পঞ্চম ভারতীয় ওপেনার হিসেবে টি-টোয়েন্টিতে শতরানের রেকর্ড গড়লেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত-বিরাটদের এলিট গ্রুপে প্রবেশও করেছেন।
ওপেনার হিসেবে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় ঋতুর অনেক আগে রয়েছেন রোহিত। ২০১৫-২০১৮ সালের মধ্যে রোহিত শর্মা ওপেনিং করতে নেমে ৪ বার টি-২০তে সেঞ্চুরি করেছেন।
ওপেনার হিসেবে রোহিত-ঋতুরাজ ছাড়া বিরাট কোহলি, শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল এর আগে টি-টোয়েন্টিতে শতরান করেছেন।
জাতীয় দলে সুযোগ পেলেই ঋতুরাজ গায়কোয়াড় ছাপ রাখার চেষ্টা করছেন। তাঁর নেতৃত্বে চলতি বছরে ভারতীয় ক্রিকেট টিম এশিয়ান গেমসে সোনা জিতেছিল।