Civic Volunteer: সল্টলেকে মদ্যপদের মারে গুরুতর আহত ২ সিভিক ভলান্টিয়ার
Salt lake: পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর রাতে কেষ্টপুর সল্টলেক যোগাযোগ স্থাপনকারী নতুন ব্রিজের সামনে ডিউটি করছিলেন দুই সিভিক ভলান্টিয়ার।
সল্টলেক: ভোর-রাতে মদ্যপদের তাণ্ডব। সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) রাস্তায় ফেলে মারধরের অভিযোগ আট জনের বিরুদ্ধে। গোটা ঘটনায় গ্রেফতার দুই যুবক। তাদের গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর রাতে কেষ্টপুর সল্টলেক যোগাযোগ স্থাপনকারী নতুন ব্রিজের সামনে ডিউটি করছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। সেই সময় সল্টলেক থেকে কেস্টপুরের দিকে যাচ্ছিল ৮ মদ্যপ যুবক। তারা সিভিক ভলান্টিয়ারদের দেখে কটূক্তি করতে থাকলে, তাদের আটক করেন সিভিক ভলান্টিয়াররা।
তবে তাদের আটকাতেই সিভিকদের উপর ওই আটজন চড়াও হয় বলে পুলিশের দাবি। সেই সময় দুই সিভিক ভলান্টিয়ারকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে ওই মদ্যপরা। এরপরই ঘটনাস্থলে বিধাননগর পূর্ব থানার পুলিশ পৌঁছলে সেখান থেকে পালিয়ে যায় তারা। তবে ওই এলাকা থেকে দুজন মদ্যপ যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুজনের নাম প্রীতম সিং এবং কৃষ্ণ সিং, দু’জনেই বিহারের বাসিন্দা। কলকাতায় অনলাইন ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত। আহত সিভিক কর্মীদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।