অমিত-মমতার পর বীরভূমের পথে এবার নাড্ডা শো

ডিসেম্বরের শেষে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূম সফর করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও অংশ নেন তিনি। তারপরই পদযাত্রা-সহ সভা করেন মমতা। এবার জেপি নাড্ডাও যাচ্ছেন

অমিত-মমতার পর বীরভূমের পথে এবার নাড্ডা শো
অমিত-মমতার পর বীরভূমের পথে এবার নাড্ডা শো
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 8:34 PM

নিউ দিল্লি: নির্বাচনী ময়দান তো নয়, যেন বিদেশি ফুটবল লিগ! এক দল শক্তি প্রদর্শনের পর আরেক দল নামছে মাঠে। অমিত শাহ (Amit Shah), মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর এবার বীরভূম সফরে যাচ্ছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। হুবহু অমিতের কায়দাতেই ৯ জানুয়ারি একটি রোড শো করবেন তিনি। এরপর বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারবেন।

বীরভূমের লাল মাটিতে শক্তি প্রদর্শনে অমিত শাহের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিঞ্চিৎ বেশি নম্বর দিয়েছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। আবার সেই একই জায়গায় নাড্ডার সফরের একটাই অর্থ। মমতা যেখানেই যাবেন সেই জায়গাগুলিকে মার্ক করে রাখবে বিজেপি। এবং সেখানে পাল্টা জবাব রাজ্য নেতারা নয়, দেবেন শাহ বা নাড্ডা। আপাতত এই কৌশল ধরেই এগিয়ে চলেছে বিজেপি। পাশাপাশি যে লোকসভা কেন্দ্রগুলিতে এখনও তৃণমূলের দাপট রয়েছে, সেখানে বারংবার প্রচারের মাধ্যমে জয়ের সম্ভাবনা তৈরি করা যাবে।

ডিসেম্বরের শেষে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূম সফর করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও অংশ নেন তিনি। তারপরই পদযাত্রা-সহ সভা করেন মমতা। এবার জেপি নাড্ডাও যাচ্ছেন। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে বীরভূমকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তাও পরিষ্কার।

আরও পড়ুন: সারা দেশেই বিনা মূল্যে করোনা ভ্যাকসিন! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

যদিও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই রাজ্যে অমিত শাহের আসার কথা ছিল। তবে সেই সফর কয়েকদিনের জন্য পিছিয়ে গিয়েছে বলে খবর। তবে এই মাসেই যে তিনি রাজ্যে আসবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। বস্তুত, প্রতি মাসেই পালা করে রাজ্যে আসবেন শাহ-নাড্ডারা। সেটা দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলে। ২০২১ আসতেই সেই যাতায়াতের পালা শুরু হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: করোনা-টিকাকরণের ড্রাই রান শুরু বাংলায়, জেনে নিন কীভাবে এগোল মহড়া