Abhishek Banerjee: ‘এমন বিরোধী দলনেতা দেখেছেন?’, প্রশ্ন অভিষেকের
Abhishek Banerjee: আজকের সভা থেকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন অভিষেক।
আলিপুরদুয়ার: ভরা মাঠ, চাঁদি ফাটা গরম। তার মধ্যেই থিকথিকে ভিড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। আজ আলিপুরদুয়ারে সভা ছিল তৃণমূল নেতার। সভা শুরুর প্রথম থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে বেনজির আক্রমণ করতে থাকেন তিনি। কখনও বকেয়া ১০০ দিনের টাকা, কখনও আবাস যোজনার টাকা নিয়ে লাগাতার কেন্দ্র-রাজ্যের বিজেপি-নেতা, মন্ত্রী, সাংসদদের তীব্র আক্রমণ শানান তিনি।
আজকের সভা থেকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন অভিষেক। বলেন,‘বাংলার বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি দিয়ে বলছে মানুষের অধিকারের টাকা বন্ধ করে দাও। এমন বিরোধী দলনেতা দেখেছেন?’ এখানেই শেষ নয়। বিজেপি-কে কাল সাপের সঙ্গে তুলনা করে অভিষেক বলেন, ‘২০১৯-এ এখানে আমাদের ভাল ফলাফল হয়নি। বিজেপি-কে ভোট দিয়ে জিতিয়েছিলেন। এমন রাজনৈতিক দলকে আপনারা জিতিয়েছেন যাঁর সাংসদ, বিধায়ককে ভোটের পর দেখা যায়নি। এমন রাজনৈতিক দলের মানুষকে দলের প্রতিনিধিকে আপনারা জিতিয়েছেন সে কেন্দ্রীয় মন্ত্রী হোক বা বিরোধী দলনেতা হোক কথায়-কথায় চিঠি লিখে বলছে বাংলার মানুষের টাকা বন্ধ করুন।”
অভিষেক বলেন, “২০১৯ এ ২ লক্ষ ভোটে বিজেপি জিতেছে। তারপর এরা প্রাপ্য টাকা বন্ধ করে রেখেছে। খাইয়ে-পড়িয়ে, লালন-পালন করে যাঁকে বড় করলেন সে মানুষ নয় কাল সাপ। সুযোগ পেয়ে আপনাকে ছোবল মারছে।”