Alipurduar School: গরমের ছুটির মধ্যেই চলছে স্কুল, হচ্ছে পরীক্ষা, কেন জানেন?

Alipurduar: রাজ্যের সব স্কুল যখন বন্ধ, তখন এই স্কুলে পরীক্ষা কেন? এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুদর্শন চক্রবর্তী বলেন,"পরীক্ষা বাতিল হোক। সেটা চাননি পড়ুয়া ও অভিভাবকরা।"

Alipurduar School: গরমের ছুটির মধ্যেই চলছে স্কুল, হচ্ছে পরীক্ষা, কেন জানেন?
আলিপুরদুয়ারের এই স্কুল ঘিরেই বিতর্ক
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 10:29 PM

আলিপুরদুয়ার : সরকারি নির্দেশ রয়েছে। রাজ্যের সব স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। কিন্তু গরমের ছুটির মধ্যেই পরীক্ষা চলল আলিপুরদুয়ারের এক স্কুলে। এই নিয়েই এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পাঁচকেলগুড়ি উচ্চ বিদ্যালয়ে। যখন রাজ্য জুড়ে সব স্কুল গরমের ছুটি চলছে, তখন এই স্কুলের ছবিটা একেবারেই আলাদা। স্কুল চলছে। ছাত্র ছাত্রীরা আসছে। পরীক্ষা চলছে। আর পাঁচটা দিনের মতোই চেনা ছবি। অভিভাবকরাও বাইরে অপেক্ষা করছেন। কিন্তু রাজ্যের সব স্কুল যখন বন্ধ, তখন এই স্কুলে পরীক্ষা কেন? এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুদর্শন চক্রবর্তী বলেন,”পরীক্ষা বাতিল হোক। সেটা চাননি পড়ুয়া ও অভিভাবকরা।”

তিনি আরও বলনে,”অভিভাবকরা লিখিত আবেদন করেন। এটা নিয়ে স্কুলে আমরা একটা রেজোলিউশন করি। তাতে সব শিক্ষক সমর্থন করেন। তাই পরীক্ষা নেওয়া হচ্ছে।” যদিও বিষয়টি জানেন না উর্ধতন কতৃপক্ষ কিংবা স্কুল পরিচালন সমিতির সভাপতি। এই ব্যাপারে স্কুল শিক্ষক জয়ন্ত সাহা বলেন, “করোনার জন্য স্কুল বন্ধ ছিল। তাতে খুব ক্ষতি হয়েছে ছাত্র ছাত্রীদের। আমরা সরকারি নির্দেশ সব মেনে চলি। এ ক্ষেত্রে ছাত্র ছাত্রী ও অভিভাবকের কাতর আবেদন থাকায় পরীক্ষা নেওয়া হচ্ছে। এটা মূলত চা বাগান অধ্যুষিত এলাকা।” স্কুলে ২ মে থেকে দুটি শিফটে পরীক্ষা চলছে। এই পরীক্ষা নিয়ে ছাত্র ছাত্রীরা খুশি। সেই সঙ্গে খুশি অভিভাবকরাও। তাদের বক্তব্য, “পরীক্ষা হয়েই ছুটি হোক।”

শুধু তাই নয়, স্কুলে আসতে পেরে বেজায় খুশি ছাত্র ছাত্রীরাও। দক্ষিনবঙ্গে বেশি গরম পড়লেও,উত্তরবঙ্গের আবহাওয়া সেই তুলনায় অনেকটাই মনোরম। বৃষ্টিও হয়েছে যথেষ্ট। সেই জন্য স্কুল খোলা রাখা হোক, এমনটাই চাইছেন অভিভাবকরা। যখন রাজ্য জুড়ে গরমের ছুটি তখন উত্তরের এই স্কুলে পরীক্ষা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ছাত্র ছাত্রীদের কথা ভেবে সরকারি নির্দেশকে উপেক্ষা করা হচ্ছে? যদিও ছাত্র ছাত্রী ও অভিভাবকদের দাবিকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে স্কুল কতৃপক্ষ। উল্লেখ্য, রাজ্য সরকারের গরমের ছুটির সিদ্ধান্ত নেওয়ার পরই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ টুইটারে লিখেছিলেন, “দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গবাসীদের প্রভু? সর্বক্ষেত্রে উত্তরবঙ্গ বঞ্চিত সর্বদাই। যেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় যথেষ্ট কম রয়েছে।”