Alipurduar: সকাল থেকেই তাণ্ডব গ্রামে, শেষে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইসনের, দাঁড়িয়ে দেখলেন বনকর্মীরা

Alipurduar: এদিন আলিপুরদুয়ারের শালবাড়ি, তপসিখাতা ও কোচবিহার জেলা সীমান্তের মরিচবাড়ীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালায় বাইসনটি। বন দফতর সূত্রে খবর, এদিন জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে পড়েছিল বাইসনটি। ঢুকে পড়ে লোকালয়ে। শুরু হয় তাণ্ডব।

Alipurduar: সকাল থেকেই তাণ্ডব গ্রামে, শেষে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইসনের, দাঁড়িয়ে দেখলেন বনকর্মীরা
ব্যাপক শোরগোল গোটা গ্রামে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 7:46 PM

আলিপুরদুয়ার: সকাল থেকেই এলাকায় তাণ্ডব চালাচ্ছিল বাইসনটা। খবর গিয়েছিল বন কর্মীদের কাছে। ঘুমপাড়ানি ইঞ্জেকশনও নিয়ে এসেছিলেন। কিন্তু, কিছুতেই কোনও কাজ হচ্ছিল না। বনকর্মীরা এলেও বাইসনের সঙ্গে চোর পুলিশ খেলা চলে দীর্ঘক্ষণ ধরে। কখনও মাঠে, কখনও রাস্তায় ছুট লাগায় বাইসনটি। এরইমধ্যে ঘটে যায় দুর্ঘটনা। রাস্তায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইসনটির। দাঁড়িয়ে দেখলেন বনকর্মীরা। ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠে গিয়েছে বনকর্মীদের ভূমিকা নিয়ে। 

সূত্রের খবর, এদিন আলিপুরদুয়ারের শালবাড়ি, তপসিখাতা ও কোচবিহার জেলা সীমান্তের মরিচবাড়ীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালায় বাইসনটি। বন দফতর সূত্রে খবর, এদিন জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে পড়েছিল বাইসনটি। ঢুকে পড়ে লোকালয়ে। শুরু হয় তাণ্ডব। তখনই এলাকার বাসিন্দারা খবর দেন বনকর্মীদের। খবর পাওয়া মাত্রই এলাকায় যান বনকর্মীরা। কিন্তু, কিছুতেই বাগে আনা যায়নি বাইসনটিকে। শেষে রাস্তায় উঠে পড়লে আচমকা এক গাড়ির ধাক্কায় আহত হয় বাইসনটি। চেষ্টা করেও তাকে আর বাঁচানো যায়নি। 

এ ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেও দফতরের কোনও আধিকারিক এ বিষয়ে শুরুতে মুখ খুলতে চাননি। যদিও চিলাপাতার রেঞ্জার সুদীপ্ত ঘোষ সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত না হলে বলা যাবে না কিভাবে বাইসনটির মৃত্যু হয়েছে। এটা তো ডাক্তারবাবু ই বলবেন। যদিও গ্রামবাসীদের সাফ কথা গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে বাইসনটির।