WB Panchayat Election 2023: দুর্নীতিতে নাম জড়ানো প্রধানদের টিকিট দেবে না তৃণমূল! পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারে ঠিকাদাররা: সূত্র

তৃণমূল সূত্রের খবর, সোমবার বিকেলে প্রার্থীপদ ঘোষণা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের প্রার্থীপদ ঘোষণা হলেই জেলাজুড়ে গণ্ডগোলের আশঙ্কা রয়েছে। অন্য দিকে সোমবার থেকে মনোনয়ন জমার কাজ শুরু করবে সিপিএম। বিজেপি প্রার্থীরাও মনোনয়নও জমা দেবেন।

WB Panchayat Election 2023: দুর্নীতিতে নাম জড়ানো প্রধানদের টিকিট দেবে না তৃণমূল! পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারে ঠিকাদাররা: সূত্র
তৃণমূলের অফিসে কর্মীরা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 11:53 AM

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের প্রার্থী বাছাইয়ের কাজ এখনও শেষ হয়নি। গ্রাম পঞ্চায়েত স্তরে প্রার্থী বাছাই শেষ হলেও এখন চলছে পঞ্চায়েত সমিতির পর্যায়ে প্রার্থী ঠিক করা। তার পর রয়েছে জেলা পরিষদের প্রার্থী বাছাই। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত উত্তরবঙ্গের এই জেলায় প্রার্থী বাছাই করতে গিয়ে ব্যাপক সমস্যায় শাসক দল। স্থানীয় তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, এ বারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিদায়ী অনেক প্রধান ও উপপ্রধানের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। মূলত যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁরা বাদ যেতে পারেন প্রার্থী তালিকা থেকে। প্রার্থী বাছাইয়ের সময় ওই সব প্রার্থীদের নাম এলেও আইপ্যাক তাঁদের সম্পর্কে তথ্য তুলে ধরার পর সেই সব প্রধান ও উপপ্রধান এর নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে সূত্রে মারফত জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের কয়েকজন কর্মী জানিয়েছেন, এবারের পঞ্চায়েত ভোটে বেশ কয়েক জন ঠিকাদার টিকিট পেতে পারেন।

তৃণমূল সূত্রের খবর, সোমবার বিকেলে প্রার্থীপদ ঘোষণা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের প্রার্থীপদ ঘোষণা হলেই জেলাজুড়ে গণ্ডগোলের আশঙ্কা রয়েছে। অন্য দিকে সোমবার থেকে মনোনয়ন জমার কাজ শুরু করবে সিপিএম। বিজেপি প্রার্থীরাও মনোনয়নও জমা দেবেন। মনোনয়ন জমার নিরিখে বিরোধীদের থেকে পিছিয়ে রয়েছে শাসকদল। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলেই অশান্তির আশঙ্কা রয়েছে।

পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী ঘোষণা নিয়ে কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেছেন, “জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। এখানে টাকার বিনিময়ে টিকিট বিক্রি হচ্ছে। টিকিটের দাম কত উঠবে তা দেখছে তৃণমূল। তাই ওরা এখনও প্রার্থীর ঘোষণা করেনি। যে যত টাকা দেবে, সেই হিসেবে প্রার্থী ঠিক হবে। তাই ওরা শেষ বেলা অবধি অপেক্ষা করছে।” সিপিআইএম জেলা সম্পাদক কিশোর দাস বলেছেন, “একবার টিকিট পেলে পাঁচ বছর রোজগার করা যাবে। এখানে তৃণমূল টাকা নিয়ে টিকিট বিক্রি করছে। এর জন্য গন্ডগোল হচ্ছে। দেশ সেবা ও পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে ভাবলে এটা হতো না। একটা কোম্পানী ব্যবসায়ী ভিত্তিতে রাজনীতি করছে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্য হলে রোজগারের রাস্তা পরিষ্কার। কাটমানি খাওয়ার ধান্দায় তাই প্রার্থী নিয়ে এত আগ্রহ।” এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও বলেছেন, “বিজেপির ৫০ শতাংশ মনোনয়ন হয়ে গিয়েছে। শাসক দল এত বড় বড় কথা বলেছিল। এখন দেখছি প্রার্থী হওয়া নিয়ে কামড়া কামড়ি করছে। এটা হচ্ছে নবজোয়ারের পার্শ্ব প্রতিক্রিয়া। এটা শেষের শুরু।”

এ বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেছেন, “আমরা রাজ্যের শাসন ক্ষমতা আছি। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকি। তাই তৃণমূলের হয়ে ভোটে প্রার্থী হতে চাওয়া মানুষের সংখ্যা বেশি। এটা খুবই স্বাভাবিক। আমাদর কয়েকটি ধাপ পেরিয়ে প্রার্থী নির্বাচন করা হয়। বিভিন্ন স্তর থেকে নামের তালিকা জমা পড়েছে। সে গুলি নিয়ে আলোচনার ভিত্তিতে প্রার্থী করা হবে। সে জন্যই সময় লাগছে।”