Attempt to Murder: নিজের ছয় বছরের মেয়েকে ধারাল অস্ত্রের কোপ মায়ের
Attempt to Murder: মৃত্যু হয়েছে মেয়ের। মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আলিপুরদুয়ার: নিজের সন্তানকে অস্ত্রের কোপে খুন করলেন মা। ফালাকাটা ব্লকের ঘটনা। নিজের ছয় বছরের মেয়েকে একের পর এক ধারাল অস্ত্রের কোপ দেন মা। পরে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেন।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্লর গ্রাম পঞ্চায়েতের কুটিরপার এলাকায়। শান্তনা বর্মন নামে এক মহিলার বিরুদ্ধে নিজের ৬ বছরের সন্তানকে খুনের অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই এমন একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে শান্তনা বর্মন নামে বছর ২৬ এর এক মহিলা নিজের ছয় বছরের মেয়ে তৃষা বর্মন কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে একপাশে। এরপর নিজেই নিজেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা আওয়াজ শুনে ছুটে আসেন। তাঁরা এসে দেখেন মেয়ে ও মা দুজনেই আহত অবস্থায় পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে তাঁদের শরীর। মা ও মেয়েকে কে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মেয়ে তৃষা বর্মন কে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান মায়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।কী কারণে ছোট মেয়েকে কুপিয়ে খুন করা হয়েছে, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে কারণ খোঁজার চেষ্টা করছে।
আরও পড়ুন : Maidul Islam: এক্সক্লুসিভ: রাজনৈতিক দল আমায় জন্ম দেয়নি, তৃণমূলে থাকলেও সরকার বিরোধী আন্দোলন চলবে: মইদুল