Malda: ভারতের জমি ‘হাতাচ্ছে’ বাংলাদেশিরা! অনুপ্রবেশকারীদের হাঁসুয়া হাতে তাড়া স্থানীয়দের
Malda: এবার আরও এক ধাপ পারদ চড়িয়ে সুখদেবপুর সীমান্ত এলাকায় জমি দখলে নেমেছে পড়শি দেশের দুষ্কৃতীরা। আর সেই দখলদারি চালাতে জমির আলকেই হাতিয়ার করেছে তারা।
![Malda: ভারতের জমি 'হাতাচ্ছে' বাংলাদেশিরা! অনুপ্রবেশকারীদের হাঁসুয়া হাতে তাড়া স্থানীয়দের Malda: ভারতের জমি 'হাতাচ্ছে' বাংলাদেশিরা! অনুপ্রবেশকারীদের হাঁসুয়া হাতে তাড়া স্থানীয়দের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/malda.jpg?w=1280)
মালদা: নতুন করে উত্তেজনা সুখদেবপুরে। সীমান্ত পথে ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশিরা। শুধু তা-ই নয়, ভারতের জমিতে বড় বড় গর্তও খুঁড়ছে তারা। আর সেই নিয়ে এবার এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখতেই ধাওয়া করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় সীমান্তরক্ষীরা।
ঘটনাটা ঠিক কী?
মালদার সীমান্ত এলাকা হওয়া সুখদেবপুরে উত্তেজনাটা যেন বরাবরের। সম্প্রতি, কাঁটাতার দেওয়া নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী ও বাংলাদেশের বোর্ডার গার্ডের সঙ্গে দ্বন্দ্ব দেখা যায় এই এলাকাতে। এছাড়াও, মাঝে মধ্যে অনুপ্রবেশ লেগেই থাকে সুখদেবপুর।
এবার আরও এক ধাপ পারদ চড়িয়ে সুখদেবপুর সীমান্ত এলাকায় জমি দখলে নেমেছে পড়শি দেশের দুষ্কৃতীরা। আর সেই দখলদারি চালাতে জমির আলকেই হাতিয়ার করেছে তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারতের দিকে তলে তলে দু’হাত জমির আল বাড়িয়েছে বাংলাদেশিরা।
তবে এখানেই শেষ নয়। আল বাড়িয়ে জমি দখলের পাশাপাশি খোঁড়া হচ্ছে বড় বড় গর্ত। তুলে নিয়ে যাওয়া হচ্ছে মাটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই গর্তের আকার এতটাই বড় একসঙ্গে বেশ কয়েকজন মানুষ সেখানে লুকিয়ে থাকতে পারবে।
কিন্তু হঠাৎ করেই বা কেন এত বড় বড় গর্ত খুঁড়ছে তারা? তলে তলে কি ভারতে অনুপ্রবেশের নতুন কোনও পরিকল্পনা তৈরি হচ্ছে? নাকি সেই গর্তগুলিতে বসানো হবে নতুন বাঙ্কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। এই সকল ঘটনা ঘিরে বেশ সরগরম আবহ তৈরি হয়েছিল সুখদেবপুরে। নতুন করে পারদ চড়ে যখন কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে ধাওয়া করেন স্থানীয়রা। গাছের আড়ালে লুকিয়ে ছিল সেই অনুপ্রবেশকারীরা। স্থানীয় বাসিন্দারা দেখতেই হাঁসুয়া হাতে ধাওয়া করে তাদের। সেদিকে ছুটে যায় সীমান্তরক্ষীরাও। আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি।
স্থানীয়দের অভিযোগ, শুধু আল বাড়ানো কিংবা গর্ত খোঁড়া নয়। ফসলও চুরি করছে বাংলাদেশিরা। চুরি করে নিয়ে যাচ্ছে জমির মাটিও।