Bankura: ‘আবেগ ছিন্ন হবে’, বাঁকুড়া ভাগের প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভ, মিছিল

Bankura: রবিবার বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চের ডাকে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, 'বাঁকুড়া জেলা ভাগ মানছি না'

Bankura: 'আবেগ ছিন্ন হবে', বাঁকুড়া ভাগের প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভ, মিছিল
জেলা ভাগের বিপক্ষে পথে আন্দোলনকারীরা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 1:53 PM

বাঁকুড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাতটি নতুন জেলা তৈরির কথা ঘোষণা করেছেন। সেই তালিকায় রয়েছে, সুন্দরবন, ইছামতি, বসিরহাট, বিষ্ণুপুর, কান্দি, বহরমপুর এবং রানাঘাট। এর প্রতিবাদে জেলায়-জেলায় বিক্ষোভ শুরু হয়। রবিবার বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চের ডাকে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘বাঁকুড়া জেলা ভাগ মানছি না’

মুখ্যমন্ত্রীর জেলাভাগের ঘোষণাকে ঘিরে শুরু হয় বিতর্ক। যদিও, বিষ্ণুপুরের একাংশের মানুষ প্রশাসনিক কাজের সুবিধার কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, জেলা ভাগের বিরোধিতায় নেমেছেন জেলাবাসীর একাংশ। জেলা ভাগের বিরোধিতা করা জেলাবাসীর দাবি, মা সারদা থেকে শুরু করে বিষ্ণুপুরের রাসমঞ্চ, দলমাদল কামান, যদুভট্ট যেমন বাঁকুড়ার গর্ব তেমনই এই জেলার শুশুনিয়া, মুকুটমনিপুর একসুতোয় বাঁধা। এগুলির সঙ্গে বাঁকুড়া ও বিষ্ণুপুর উভয় এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। জেলা ভাগ হলে সেই আবেগ ছিন্ন হবে। জেলার মানুষের আবেগ ছিন্ন করার এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারী বলেন, ‘আমাদের এই বিক্ষোভ বাঁকুড়াকে ভাগ না করার উদ্দেশে। বাঁকুড়াকে যাতে ভাগ না করা হয় সেই কারণে। বাঁকুড়া বিষ্ণুপুরের সঙ্গে প্রচুর মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। ভাগ করে দেওয়া মানে নারী ছেঁড়ার যন্ত্রণা। বিষ্ণুপুর আমাদের ঐতিহ্য। বিষ্ণুপুরের সঙ্গে আর যে জায়গাগুলো ভাগ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তা মেনে নেওয়া যায় না। সেই কারণে আমাদের এই জমায়েত।’