Bankura: রাস্তা নাকি ছোটখাটো পুকুর? TMC পিছিয়ে থাকাতেই ইচ্ছা করে করছে না সংস্কার, দাবি বিজেপির

Bankura: রাস্তাজুড়ে খানাখন্দ। বর্ষা আসতেই বাড়ছে ঝুঁকি। বিপদ মাথায় নিয়ে চলছে যাতায়াত। বুথে তৃণমূল পিছিয়ে যাওয়াতেই কী বঞ্চনা? প্রশ্ন তুলছে বিজেপি। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমিতির।

Bankura: রাস্তা নাকি ছোটখাটো পুকুর? TMC পিছিয়ে থাকাতেই ইচ্ছা করে করছে না সংস্কার, দাবি বিজেপির
এলাকায় বাড়ছে ক্ষোভ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2024 | 11:15 AM

বাঁকুড়া: এক ঝলক দেখলে মনে হতেই পারে চাঁদের গায়ে ছোট ছোট অসংখ্য গর্তের ছবি। তবে ভুল ভাঙবে গর্তে জমে থাকা জল দেখে। খানা-খন্দগুলির বহর ও গভীরতা এতটাই বেশি যে সেগুলিকে দেখে কেউ কেউ মজা করে বলছেন খানাখন্দ নয়, ছোটখাটো পুকুর বলাই ভাল। বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া থেকে পাটতেঁতুল হয়ে জয়পণ্ডা নদীর সেতু পর্যন্ত এমন বেহাল রাস্তা ডিঙিয়েই চলছে এলাকার আট-দশটি গ্রামের মানুষের যাতায়াত। রাস্তার এমন অবস্থার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। বুথে বিজেপি থাকাতেই ইচ্ছা করে সংস্কার না করার অভিযোগ তুলেছে। অভিযোগ মানতে চায়নি তৃণমূল পরিচালিত তালডাংরা পঞ্চায়েত সমিতি। 

বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া থেকে পাটতেঁতুল গ্রাম হয়ে জয়পণ্ডা সেতু পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। পাঁচমুড়া থেকে সিমলাপাল যাওয়ার এই শর্টকাট রাস্তার পাশে রয়েছে আট থেকে দশটি গ্রাম। স্কুল-কলেজের পড়ুয়া থেকে এলাকার সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই রাস্তা। বেশ কয়েকবছর আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটি পাকা করা হলেও তৈরির পর থেকেই ক্রমশ তার হাল খারাপ হতে থাকে। সম্প্রতি বর্ষায় সেই রাস্তার হাল আরও খারাপ হতে থাকে। সংস্কারের অভাবে দিনে দিনে খানা-খন্দে ভরে ওঠে গোটা রাস্তা। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত।

কঙ্কালসার সেই রাস্তা সংস্কারের দাবিতে বারবার গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতিতে ছুটে গেছেন এলাকাবাসী। কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলেই অভিযোগ। হাল বদলায়নি রাস্তার। বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব পরীখা দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় জয়ী হয়েছে বিজেপি। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনেও এগিয়ে রয়েছে বিজেপি। তাই তৃণমূল পরিচালিত পাঁচমুড়া পঞ্চায়েত থেকে শুরু করে তৃণমূল পরিচালিত তালডাংরা পঞ্চায়েত সমিতি রাস্তাটি সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি। অভিযোগ উড়িয়ে তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গনেশ রায়ের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।