Bankura: তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হয়েছিলেন, ১৩ মাস পর ঘরে ফিরলেন প্রাক্তন বিধায়ক

Bankura: বাঁকুড়ার তালডাংড়ার বিধানসভায় তিন বার বিধায়ক হিসাবে জয়ী হন মনোরঞ্জন পাত্র। রাজ্যে পালাবদলের সময় ২০১১ সালেও তিনি ওই আসনে জয়ী হন। ২০১০ সালে তালডাংড়ার রাজপুর গ্রামে খুন হন তৃণমূল কর্মী মদন খাঁ।

Bankura:  তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হয়েছিলেন, ১৩ মাস পর ঘরে ফিরলেন প্রাক্তন বিধায়ক
মনোরঞ্জন পাত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 12:54 PM

বাঁকুড়া: দীর্ঘ ১৩ মাস ধরে জেল বাসের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন তালডাংড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্র। জামিন পেয়ে বুধবার রাতে তিনি বাঁকুড়ায় ফেরেন। ২০১০ সালের ২৯ জুন তালডাংড়ার তৃণমূল কর্মী মদন খাঁ খুনের ঘটনায় মনোরঞ্জন পাত্রকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বাঁকুড়া জেলা আদালত। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন মনোরঞ্জন পাত্র। শেষ পর্যন্ত ওই মামলায় তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্ট। জেল থেকে বেরিয়ে মনোরঞ্জন পাত্র জানালেন দলের সঙ্গেই তিনি আছেন। আগামীদিনে দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্বই তিনি পালন করবেন বলে তিনি জানান।

বাঁকুড়ার তালডাংড়ার বিধানসভায় তিন বার বিধায়ক হিসাবে জয়ী হন মনোরঞ্জন পাত্র। রাজ্যে পালাবদলের সময় ২০১১ সালেও তিনি ওই আসনে জয়ী হন। ২০১০ সালে তালডাংড়ার রাজপুর গ্রামে খুন হন তৃণমূল কর্মী মদন খাঁ। ৩০ জুন মদন খাঁ খুনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ ওঠে তৎকালীন বিধায়ক মনোরঞ্জন পাত্রর বিরুদ্ধে। ওই মামলাতেই ২০২২ সালের ২১ ডিসেম্বর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বাঁকুড়া জেলা আদালত।

প্রথমে তাঁকে রাখা হয় দমদম সেন্ট্রাল জেলে। ২০২৩ এর ১৫ জুলাই তাঁকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তর করা হয়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানায় সিপিএম। মনোরঞ্জন পাত্রর পক্ষে আদালতে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অবশেষে হাইকোর্ট গত ২২ জানুয়ারি মনোরঞ্জন পাত্রর জামিন মঞ্জুর করে।

নথিপত্র তৈরি করার পর বুধবার তাঁকে বর্ধমান সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়।  সন্ধ্যায় তিনি বাঁকুড়ায় ফেরেন। সিপিএম এর জেলা কার্যালয়ে তাঁকে স্বাগত জানান, সিপিএম-এর জেলা নেতৃত্ব। মনোরঞ্জন পাত্রর দাবি, বিষয়টি বিচারাধীন। তাই তিনি সে সম্পর্কে বিশদে কিছু বলবেন না। তবে তাঁর স্পষ্ট জবাব তিনি দলের সঙ্গেই রয়েছেন।

তালডাংড়ার বর্তমান তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, “আদালতের নির্দেশেই মনোরঞ্জন পাত্র জামিন পেয়েছেন। অভিযোগের সত্য মিথ্যার প্রশ্ন এড়িয়ে তাঁর দাবি এই ধরনের ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের যুক্ত না থাকাই সমীচীন।”