Bankura: গাছ কেটে তৈরি হচ্ছিল রাস্তা, স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বন দফতরের

Bankura: মাস দুই আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ স্কুল চত্বর থেকে মাঠে যাওয়ার জন্য বন দফতরের গাছ কেটে রাস্তা তৈরির করছে এমন অভিযোগ ওঠে।

Bankura: গাছ কেটে তৈরি হচ্ছিল রাস্তা,  স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বন দফতরের
গাছ কেটে রাস্তা তৈরির অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 11:43 AM

বাঁকুড়া: বন দফতরের গাছ কেটে তৈরি করা হচ্ছিল রাস্তা। খবর পেয়ে আগেই বেসরকারি স্কুলকে সতর্ক করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি থিতোতেই ফের শুরু হয় কাজ। আর্থ মুভার দিয়ে গাছের গোড়া সরিয়ে শুরু হয় রাস্তা তৈরির কাজ। খবর পেয়ে এবার আর্থ মুভার আটক করল বন দফতর। প্রশ্ন উঠছে বন দফতর একবার সতর্ক করার পরেও কার মদতে ওই বেসরকারি স্কুল ফের রাস্তা তৈরির উদ্যোগ নিল?

মাস দুই আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ স্কুল চত্বর থেকে মাঠে যাওয়ার জন্য বন দফতরের গাছ কেটে রাস্তা তৈরির করছে এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ওই বেসরকারি স্কুলকে শুধুমাত্র সতর্ক করে বন দফতর ছেড়ে দিলে বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ওই ঘটনার দু মাস কাটতে না কাটতে ফের ওই রাস্তা তৈরিতে উদ্যোগী হয় বেসরকারি স্কুলটি।

রাতের অন্ধকারে নয়, একেবারে প্রকাশ্য দিবালোকে আর্থ মুভার দিয়ে কাটা গাছের গোড়া সরিয়ে শুরু হয় রাস্তা তৈরির কাজ। স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্যদের কাছ থেকে খবর পেয়ে এবার আর সতর্ক করা নয়, সরাসরি ঘটনাস্থলে হাজির হয়ে কর্মরত আর্থ মুভারটিকে আটক করে বন দফতর। আর এখানেই স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, এর আগে একবার সতর্ক করার পর কোন অদৃশ্য শক্তির মদতে ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ফের গাছের গুঁড়ি সরিয়ে বন দফতরের জায়গায় ওই রাস্তা তৈরি করছিল। বন দফতর অবশ্য গোটা ঘটনার তদন্ত করে এবার বেসরকারি স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।