HS Examination : পরীক্ষা শেষে বাসের ছাদে চড়ে ফিরছিল বাড়ি, আম পাড়তে গিয়ে সোজা নীচে পড়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

HS Examination : স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই এদিনও বন্ধুদের সঙ্গে পখন্না থেকে বাসে চড়ে বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের পুষ্টিবিজ্ঞান পরীক্ষা দিতে যায় রকি ধীবর। ফেরার পথে ঘটে দুর্ঘটনা।

HS Examination : পরীক্ষা শেষে বাসের ছাদে চড়ে ফিরছিল বাড়ি, আম পাড়তে গিয়ে সোজা নীচে পড়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 8:03 PM

বাঁকুড়া : উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) দিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে বাড়িতে ফেরার পথে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক পরীক্ষার্থী। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চাঁদাই এলাকায়। আহত পরীক্ষার্থীর নাম রকি ধীবর। গুরুতর জখম ওই ছাত্রকে উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আঘাত গুরুতর থাকায় তাকে বাঁকুড়া (Bankura) সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই এদিনও বন্ধুদের সঙ্গে পখন্না থেকে বাসে চড়ে বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের পুষ্টিবিজ্ঞান পরীক্ষা দিতে যায় রকি ধীবর। পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাসের ছাদে চড়ে বসে সে। প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি বড়জোড়া ব্লকের চাঁদাই এলাকায় আসতেই চলন্ত বাসের ছাদ থেকে রাস্তার উপর ঝুঁকে থাকা একটি আম গাছের ডালের আম পাড়ার চেষ্টা করে রকি। আর তাতেই বেসামাল হয়ে চলন্ত বাসের ছাদ থেকে রাস্তায় পড়ে যায় ওই পরীক্ষার্থী। এরপরই দ্রুত বাসের সহ যাত্রীরা ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। 

ঘটনা প্রসঙ্গে রকির এক বন্ধু বলেন, “পরীক্ষা দিয়ে আমরা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। রাস্তায় একটা আম গাছ দেখতে পেয়ে বাসের ছাদে বসেই গাছ থেকে আম পাড়তে যায়। তখনই ছাদ থেকে নীচে পড়ে যায়। তখনই আমরা সবাই বাসের ছাদ থেকে তড়িঘড়ি নেমে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বড়জোড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে এখন বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।”