Bankura: কোথায় সবজি-ডিম? জুটছে শুধুই খিচুড়ি, অঙ্গনওয়াড়িতে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ

Bankura: বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই পঞ্চায়েতের খয়েরবনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। সেখানে দিনের পর দিন নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে।

Bankura: কোথায় সবজি-ডিম? জুটছে শুধুই খিচুড়ি, অঙ্গনওয়াড়িতে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ
নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ বাঁকুড়ায় (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 5:47 PM

বাঁকুড়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতিদের দিনের পর দিন নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ। লাগাতার বিক্ষোভ গ্রামবাসীদের।

বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই পঞ্চায়েতের খয়েরবনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। সেখানে দিনের পর দিন নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। সেই কারণে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভ কারীদের দাবি, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় যা মানুষের খাবার উপযুক্ত নয়। ওই খাবার পশুদের খাবারও উপযুক্ত নয়। বারংবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে জানিয়েও কোনও লাভ হয়নি।

এরপরই শনিবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ধরনের নিম্নমানের খাবার দেওয়া হলে উপভোক্তা সহ স্থানীয় মানুষ বিক্ষোভে ফেটে পড়েন।স্থানীয় সূত্রে জানা খবর, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অপুষ্ট শিশু ও প্রসূতি মিলিয়ে মোট ৭২ জনকে রান্না করা খাবার দেওয়া হয়।

অভিযোগ, ওই কেন্দ্রে সপ্তাহে নির্দিষ্ট একাধিক দিনে ভাত, সবজি, ডিম এবং নির্দিষ্ট একাধিক দিন খিচুড়ি দেওয়ার কথা। তবে সপ্তাহের প্রতিদিন উপভোক্তাদের খিচুড়ি দেওয়া হয়। সেই খিঁচুড়িতে না থাকে ডাল না থাকে সবজি। ফলে রান্না করা খাবার মুখে ওঠে না কোনও উপভোক্তার। এই পরিস্থিতিতে দ্রুত খাবারের মান বদলের দাবি তোলেন স্থানীয়রা। বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আস্বাস দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য।

ঘটনার বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ছেলেদের ভালো করে পড়ানো হয় না। এমনকী খাবারও ভাল না। তারপর কিছু বলতে গেলেই ঝগড়া করে। সবজি দেয় না, সোয়াবিন দেয় না, কিছুই দেয় না। নিম্নমানের খাবার দিচ্ছে। আমরা চাই ছেলেমেয়েদের একটু ভাল খাবার দিক। দু’বছর ধরে এমন চলছে।’ ধুলাই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, পূর্ণিমা ঘোষ বলেন, ‘বিষয়টা শুনেছি। যেমন নিয়ম সেই অনুযায়ী খাবারল দেওয়া হচ্ছে। তবুও বিক্ষোভ দেখানো হয়েছে।’