Abhishek Banerjee: ‘বিজেপিকে সমর্থন করে যে পাপ বাঁকুড়ার মানুষ করেছে…’, অতীতের নির্বাচনী আক্ষেপ অভিষেকের গলায়

Abhishek Banerjee: অভিষেকের বক্তব্য, এই গরমের মধ্যেও যাঁরা সভায় এসে ভিড় করেন, তাঁরা বক্তব্য শুনতে আসেন না। বললেন, ‘ওই মানুষরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন, বাঁকুড়ায় এর আগে ২০১৯ সালে ও ২০২১ সালে বিজেপিকে সমর্থন করে যে পাপ বাঁকুড়ার মানুষ করেছে, তার প্রায়শ্চিত্ত আগামী দিনে করবেন তাঁরা।’

Abhishek Banerjee: 'বিজেপিকে সমর্থন করে যে পাপ বাঁকুড়ার মানুষ করেছে...', অতীতের নির্বাচনী আক্ষেপ অভিষেকের গলায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 11:57 AM

ওন্দা: জাতীয় দলের তকমা ঘুচেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। সেই নিয়ে বিরোধীদের খোঁচার শেষ নেই। আর এরই মধ্যে বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভা করলেন ওন্দায়। পঞ্চায়েত ভোটের আগে এই বাঁকুড়া জেলার উপর বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। কারণও রয়েছে অবশ্য অনেক। অতীতে ২০১৯ সালের লোকসভা নির্বাচন হোক, বা ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক… আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। সেই আক্ষেপের কথা এদিন বার বার উঠে এসে অভিষেকের গলায়। পঞ্চায়েতের আগে বাংলায় তপ্ত রাজনীতির বাতাবরণ। আর বাঁকুড়ার অবস্থা তো আক্ষরিক অর্থেই তপ্ত। চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর দিয়ে যাচ্ছে তাপমাত্রা। ঘড়ির কাঁটায় তখন দুপুর প্রায় আড়াইটে। মাথার উপরে দাপট দেখাচ্ছে সূর্যের তেজ। আর সেই চাঁদিফাটা গরমকে উপেক্ষা করেই বাঁকুড়ার ওন্দায় সভা করলেন অভিষেক।

অতীতের নির্বাচনী ধাক্কার কাঁটা যে এখনও বিঁধছে তৃণমূল শিবিরকে, তা এদিন অভিষেকের কথা থেকেই বার বার উঠে এল। সভাস্থলে ভিড় জমানো সাধারণ মানুষদের জন্য মাথার উপর ছাউনির ব্যবস্থা করা হয়েছিল বটে। কিন্তু এই তীব্রদাহের মধ্য়েও যে অভিষেকের সভায় এসে এত মানুষ ভিড় করেছেন, তা দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বক্তব্য, এই গরমের মধ্যেও যাঁরা সভায় এসে ভিড় করেন, তাঁরা বক্তব্য শুনতে আসেন না। বললেন, ‘ওই মানুষরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন, বাঁকুড়ায় এর আগে ২০১৯ সালে ও ২০২১ সালে বিজেপিকে সমর্থন করে যে পাপ বাঁকুড়ার মানুষ করেছে, তার প্রায়শ্চিত্ত আগামী দিনে করবেন তাঁরা।’ সঙ্গে অভিষেক এও বললেন, এই কাজে একমাত্র বিকল্প হল তৃণমূল।

‘পাপের প্রায়শ্চিত্ত’ মন্তব্যের পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যও। এদিন সাংবাদিক বৈঠকে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি মুখপাত্র বলেন, ‘তিনি একদমই ঠিক বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কোনও অপ্রাসঙ্গিক কথা বলেননি। যাঁরা পাপ করেছিলেন বিজেপিকে ভোট দিয়ে, তাঁদের মাথা মুড়িয়ে গ্রামে ঢুকতে দেওয়া হয়েছে। যাঁরা পাপ করেছিলেন বিজেপিকে ভোট দিয়ে তাঁদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে। পাপের জন্য শাস্তি দেওয়ার অধিকার রাজার থাকে। তাই তিনি যা বলেছেন ঠিক বলেছেন।’