Abhishek Banerjee: ‘তৃণমূল আর আপনাদের অধিকারের জন্য রাস্তায় নামবে না, যদি…’, বাঁকুড়ায় গিয়ে অভিমানী অভিষেক
Abhishek Banerjee: উনিশের লোকসভা ভোটে দুই জন সাংসদ পেয়েছে বিজেপি এই জেলা থেকে। সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার। তাঁদের মধ্য়ে একজন আবার কেন্দ্রীয় মন্ত্রীও। তারপর একুশের বিধানসভা নির্বাচনেও ১২টি আসনের মধ্যে আটটিতে বিজেপি জিতেছিল। সেই আক্ষেপের কথা এদিন বার বার উঠে আসে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়।
বাঁকুড়া: চৈত্রের দুপুরে বাঁকুড়ার (Bankura) ওন্দায় সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোট রাজনীতির সমীকরণে, এই বাঁকুড়া জেলা তৃণমূলের (Trinamool Congress) জন্য বেশ চিন্তার কারণ। অতীতে দুটি বড় নির্বাচন, উনিশের লোকসভা ভোট কিংবা একুশের বিধানসভা নির্বাচন… উভয় ভোটেই আশানরূপ ফল হয়নি রাজ্যের শাসক শিবিরের। উনিশের লোকসভা ভোটে দুই জন সাংসদ পেয়েছে বিজেপি এই জেলা থেকে। সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার। তাঁদের মধ্য়ে একজন আবার কেন্দ্রীয় মন্ত্রীও। তারপর একুশের বিধানসভা নির্বাচনেও ১২টি আসনের মধ্যে আটটিতে বিজেপি জিতেছিল। সেই আক্ষেপের কথা এদিন বার বার উঠে আসে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। কিছুটা অভিমানীও।
বাঁকুড়াবাসীর উদ্দেশে ওন্দার সভামঞ্চ থেকে অভিমানী অভিষেক বললেন, ‘২০১৯ সালে, ২০২১ সালে আপনারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছিলেন। কিন্তু আমরা আপনাদের থেকে মুখ ফেরাইনি। কিন্তু ২০২৩ সালের পঞ্চায়েতে যদি আপনারা নিজেদের অধিকারের স্বার্থে ভোট না দেন, তাহলে আপনাদের অধিকারের জন্য তৃণমূল কংগ্রেস আর রাস্তায় নামবে না। এটা অভিমানী হয়ে আমিও বলে গেলাম।’ উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কথায় এদিন বার বার ঘুরে ফিরে এসেছে কীভাবে নির্বাচনে মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার পরেও তৃণমূল সরকার নিজের কাজ করে গিয়েছে বাঁকুড়াবাসীর জন্য। বললেন, ‘যে বিধানসভা এলাকাগুলিতে আমরা জিততে পারিনি, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ৫ কোটি টাকা করে খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। আটটি বিধানসভা এলাকা মিলিয়ে ৪০ কোটি টাকা প্রতি মাসে।’
কেন্দ্রীয় সরকার যে রাজ্যের বকেয়া টাকা আটকে রেখেছে বলে বার বার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস, সেই অভিযোগ এদিন আবারও প্রতিধ্বনিত হল অভিষেকের গলায়। বাঁকুড়াবাসীর অতীতে বিজেপিকে ভোট দেওয়া প্রসঙ্গে বললেন, ‘আপনারা যে রায় দিয়েছেন, সেই রায়ে আপনাদের জব্দ করতে চাইছে।’ অভিষেক আরও বলেন, ‘১১ লাখ ৩৬ হাজার প্রাপকের নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছে রাজ্য। সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার যদি এর মধ্যে একজনকেও দেখাতে পারে প্রকৃত প্রাপক নয়, তাহলে আমি আর বাঁকুড়ায় তৃণমূলের জন্য ভোট চাইতে আসব না।’
যদিও বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, ‘বাঁকুড়ার মানুষ বার বার নিজেদের অবস্থান ঠিক করে দিয়েছেন। বিধানসভাতেও ঠিক করে দিয়েছেন, আসন্ন লোকসভাতেও ঠিক করে দেবেন। গতবার যে মার্জিনে সুভাষ সরকার জিতেছিলেন, তার থেকে দ্বিগুণ মার্জিনে এবার বিজেপি প্রার্থী জিতবেন। ভোট যদি অবাধ হয়, তাহলে তৃণমূল পশ্চিমবঙ্গের কোনও জেলা পরিষদ দখল করতে পারবে না।’