বিশ্বভারতীর উপাচার্য ‘পাগল লোক’, স্বভাবসিদ্ধ তোপ অনুব্রতর
"আমি তো বললাম একটা পাগল ভিসি নিয়ে এসেছে বিশ্বভারতীতে। কে এনেছে জানি না। যিনি রবীন্দ্রনাথকে বলেন বহিরাগত তাঁর মাথার ঠিক আছে? পাগল লোক", বক্তব্য অনুব্রতর।
বীরভূম: আগামী ২০ ডিসেম্বর বিশ্বভারতীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আগমনকে স্বাগত জানালেনও বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে বিস্তর অভিযোগ অনুব্রত মণ্ডলের। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির কাছে বিদ্যুৎ চক্রবর্তী ‘পাগল ভিসি’, ‘বিজেপির লোক’।
আরও পড়ুন: বাড়ির সামনে মাতলামোর প্রতিবাদ করতেই মার, অপমানে গলায় দড়ি প্রৌঢ়র
সোমবার সাংবাদিক বৈঠক ডেকে নিজের বক্তব্য এবং তার সমর্থনে যুক্তি শোনালেন ‘কেষ্ট’। বললেন, “আমি তো বললাম একটা পাগল ভিসি নিয়ে এসেছে বিশ্বভারতীতে। কে এনেছে জানি না। যিনি রবীন্দ্রনাথকে বলেন বহিরাগত তাঁর মাথার ঠিক আছে? পাগল লোক। শান্তিনিকেতন রোডটা পিডব্লুডির। অথচ উনি নোটিস দিয়ে দোকানদারদের উঠে যেতে বলেছেন। ওনার কোনও এক্তিয়ার আছে এসব বলার। আসলে উনি তো বিজেপির লোক। উনি তো এখানে বিজেপি করতেই এসেছেন।”
একইসঙ্গে অমিত শাহর বিশ্বভারতী-সফরকে স্বাগত জানালেও প্রশ্ন তোলেন অনুব্রত, “উনি আসছেন, বিশ্বভারতীর আরও উন্নতি হলে আমরা খুশি হব। কিন্তু উনি রবীন্দ্রনাথের কাছে আসছেন আর ওনার সাংসদ বলছেন জাতীয় সঙ্গীত তুলে দাও, এ কেমন কথা। তাহলে কি বাঙালিকে ছোট করা হচ্ছে না। কবিগুরু যে জাতীয় সঙ্গীত লিখেছিলেন তা তুলে দিতে বলা হচ্ছে।”
আরও পড়ুন: গরু পাচারকাণ্ডে চার বিএসএফ আধিকারিককে তলব সিবিআইয়ের
সম্প্রতি জাতীয় সঙ্গীতে বদল চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু’পাতার চিঠি লেখেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, জাতীয় সঙ্গীতে এমন কিছু শব্দ রয়েছে যা নিয়ে প্রশ্নের জায়গা আছে। অনুব্রতর বক্তব্য, এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বাঙালি এটা ভালো চোখে দেখবে না।