দল ডেকেছে, তবুও নিজের অবস্থানেই অনড় জিতেন্দ্র

কথা প্রসঙ্গেই 'এর মাঝে অন্য কেউ আছেন কিনা' বলে আরও একটি জল্পনা উস্কে দেন তিনি।

দল ডেকেছে, তবুও নিজের অবস্থানেই অনড় জিতেন্দ্র
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 6:03 PM

আসানসোল: দলের মন্ত্রীর কাছে তাঁর পাঠানো চিঠি চলে এসেছে প্রকাশ্যে। চিঠিতে তাঁর লেখা কিছু ‘বেসুরো’ কথাও আজ সংবাদ শিরোনামে। রাতারাতি দল তাঁকে কলকাতায় তলব করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও নিজের বক্তব্যেই অনড় রয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari)।  বরং দলের মন্ত্রীকে লেখা তাঁর ‘গোপনীয়’ চিঠি প্রকাশ্যে এনেই অনৈতিক কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, “এরকম চিঠি এর আগেও আমি দলকে লিখেছি। তবে তা আগে তো কখনও প্রকাশ্যে আসেনি। যাঁরা চিঠি প্রকাশ্যে এনেছেন, তাঁরা অনৈতিক কাজ করেছেন, এটা তাঁদের দায়। আমি তো বিজেপিকেও দিইনি, কংগ্রেস, সিপিএমকেও দিইনি। বিজেপির হাতে যদি অস্ত্র তুলে দেয় আমাদের লোকেরা, তাহলে আমি কী করব?” কথা প্রসঙ্গেই ‘এর মাঝে অন্য কেউ আছেন কিনা’ বলে আরও একটি জল্পনা উস্কে দেন তিনি।

তবে এত কিছুর পর নিজের বক্তব্যেও অনড় রয়েছেন তিনি। আসানসোলের মানুষ উন্নয়নের পক্ষে, সেক্ষেত্রে কেন্দ্রের কাছ থেকে টাকা নিতেও রাজি তাঁরা, একথা এদিন সাংবাদিকদের মুখোমুখি স্পষ্ট জানান জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, আসানসোলের মানুষ উন্নয়ন চায়। আসানসোলবাসী আসানসোলকে নিয়ে স্বপ্ন দেখেন। তা সত্যি করতে টাকার দরকার। কেন্দ্র সরকার টাকা দিতে রাজি থাকলে কেন্দ্রের কাছ থেকে টাকা নেব, রাজ্য সরকার দিলে, রাজ্যের কাছ থেকে নেব।”

তাঁর স্পষ্ট বক্তব্য, “টাকা না আসার জন্য আসানসোল বঞ্চিত হচ্ছে। সেটা কেন্দ্রের নীতিতে হচ্ছে নাকি রাজ্যের নীতিতে তা বলব না।” উল্লেখ্য, তাঁর বেসুরো চিঠির প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেছেন, “আসানসোলের উন্নয়নের জন্য ওঁকে অনেক টাকাই দেওয়া হয়েছে। সেসব তো চিঠি লেখেনি। ও নিশ্চয়ই গ্যাস খেয়ে লিখেছে।”

জিতেন্দ্রকে ‘ভাই’ বলে সম্বোধন করে বলেন, “ওর সঙ্গে তো অনেক কথা হয়েছে। কোনওদিনও এই বিষয়ে কিছু বলেনি। আজ হঠাত্ কেন এই সব কথা বলছে জানি না। এখনও এই বিষয়ে ওর সঙ্গে কথা হয়নি। আমার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক, আমরা কথা বলব এব্যাপারে।” রাতারাতি তাঁকে ডেকে পাঠিয়েছে দল। মঙ্গলবার কলকাতায় আসার নির্দেশ দিয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, ফিরহাদ হাকিমকে একটি বিস্ফোরক চিঠি লেখেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অভিযোগ, “রাজনৈতিক কারণেই কেন্দ্রের টাকা উন্নয়নের কাজে ব্যবহার করতে বাধা দেওয়া হচ্ছে।” পুরমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের ২০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। রাজনৈতিক কারণে পুরদফতর এই টাকা নিতে দেয়নি। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা নিতে বাধা দেওয়া হয়েছে কেবল রাজনৈতিক কারণে।”

আরও পড়ুন: রাজীবের পর তলব ‘বেসুরো’ জিতেন্দ্রকে

তিনি অভিযোগ করেন, একই কারণেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা থেকেও বঞ্চিত হয়েছে আসানসোল। প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়কের এই চিঠি সাম্প্রতিক বঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক তৈরি করেছে।