Bagtui Massacre: সিবিআইয়ের নজরে বগটুই মোড়ের পেট্রোল পাম্প! এখান থেকেই কি তরল দাহ্য নিয়েছিল দুষ্কৃতীরা?
CBI Probe: বগটুই মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে যান সিবিআই অফিসাররা। সেখানে সিসিটিভি ফুটেজ দেখেন ও পাম্পের কর্মীদের সঙ্গে কথাও বলেন তদন্তকারী অফিসাররা। এই পাম্প থেকেই কি পেট্রোল নিয়ে যাওয়া হয়েছিল? জানতে পাম্প কর্মীর বয়ান রেকর্ড করেন অফিসাররা।
রামপুরহাট : বগটুই হত্যাকাণ্ডের (Bagtui Massacre) তদন্তে এবার জাল গোটাচ্ছে সিবিআই। গ্রামের বাসিন্দা রকি শেখকে পরিবার সমেত তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, অভিযুক্ত আজাদের ঘনিষ্ঠ রকি শেখ। ঘটনার দিন কোথায় ছিল আজাদ? রকি শেখই বা কোথায় ছিলেন? সেই সবের উত্তর খুঁজছে সিবিআই। এর পাশাপাশি রামপুরহাটের সিবিআই ক্যাম্পে বর্তমান এসডিপিওকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে যে দুটি টোটো থেকে রবিবার কেন্দ্রীয় ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছিল, সেই টোটা দুটিকে বাজেয়াপ্ত করতে গ্রামে আসেন সিবিআই অফিসাররা। অভিযোগ রয়েছে, ওই টোটোগুলিতেই বোমা-পেট্রোল আনা হয়েছিল।
সোমবার সিবিআই অফিসারদের সঙ্গে বীরভূম জেলার আরটিও অফিসারও আসেন গ্রামে। সেখলাল ও মিহিলাল আগেই অভিযোগ জানিয়েছিল,ওই টোটোগুলিতে করেই তরল দাহ্য জাতীয় পদার্থ আনা হয়েছিল এবং তাই দিয়েই হত্যালীলা চালানো হয়েছিল বলে অভিযোগ। যে টোটো দুটিতে করে দাহ্য তরল আনার অভিযোগ রয়েছে, সেগুলি রানা শেখ ও মিঠুন শেখের। কিন্তু এই বীরভূম জেলায় টোটো এখনও আরটিও-র আওতায় পড়ে না। অর্থাৎ, টোটোর রেজিস্ট্রেশন করার দরকার পড়ে না। জানা গিয়েছে, বেআইনিভাবেই এই টোটোগুলি চলছিল। এদিকে যেহেতু পরিবহন সংক্রান্ত বিষয়, তাই আরটিও অফিসারদের সঙ্গে নিয়ে গ্রামে যান কেন্দ্রীয় গোয়েন্দারা।
এর পাশাপাশি বগটুই মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পেও সোমবার যান সিবিআই অফিসাররা। সেখানে সিসিটিভি ফুটেজ দেখেন ও পাম্পের কর্মীদের সঙ্গে কথাও বলেন তদন্তকারী অফিসাররা। এই পাম্প থেকেই কি পেট্রোল নিয়ে যাওয়া হয়েছিল? জানতে পাম্প কর্মীর বয়ান রেকর্ড করেন অফিসাররা। পরবর্তীতে এই পাম্পের সিসিটিভি বাজেয়াপ্তও করা হতে পারে বলে সূত্রের খবর।
২১ মার্চ রাতে সাড়ে আটটার পর এই পাম্প থেকে কেউ বা কারা কোনও বড় কন্টেনারে করে পেট্রোল বা ডিজেল নিয়ে গিয়েছিল কি না? যদি এসে থাকে, তবে কখন এসেছিল… সেই সবের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য এই পাম্পের চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে কেউ পেট্রোল বা ডিজেল ভরতে এলেই, এখানে ক্যামেরায় তা ধরা পড়ার কথা। সেই রাতে পেট্রোল পাম্পের কর্মীদের কোনওরকমভাবে কারও উপর সন্দেহ হয়েছিল কি না, সেই সবও জানতে চান সিবিআই অফিসাররা।
আরও পড়ুন : Bagtui Massacre: স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার আগে গোপন জবানবন্দি রেকর্ড করতে তৎপর সিবিআই
আরও পড়ুন : Bagtui Massacre: ‘সিবিআই-এর কাছে নাম বলে ফাঁসিয়ে দেওয়ার ভয়’, এবার মিহিলালের বিরুদ্ধেই বিস্ফোরক গ্রামবাসী