Bolpur Bomb: পঞ্চায়েত নির্বাচনের আগে বারুদের স্তূপে কেষ্টর গড়! গত দু’মাসের পরিসংখ্যানই চমকে ওঠার মতো

Bolpur Bomb: বিরোধীদের অভিযোগ, বীরভূমে ভোট মানেই বোমা-গুলি। বীরভূমে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বও তুঙ্গে। পঞ্চায়েত ভোটের আগে ফের গুলি-বারুদের স্তূপে বীরভূম।

Bolpur Bomb: পঞ্চায়েত নির্বাচনের আগে বারুদের স্তূপে কেষ্টর গড়! গত দু'মাসের পরিসংখ্যানই চমকে ওঠার মতো
বারুদের স্তূপে বীরভূম
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2022 | 9:48 AM

বীরভূম: পঞ্চায়েত ভোটের আগে মুড়িমুড়কির মতো আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি উদ্ধার হচ্ছে বীরভূম জুড়ে। শাসক দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ ছাড়াও শাসক-বিরোধীদের দ্বন্দ্বও প্রবল বীরভূম জেলায়। সেই আবহে এবার নানুর থেকে উদ্ধার প্রচুর অস্ত্র, বোমার মশলা। বিরোধীদের অভিযোগ, বীরভূমে ভোট মানেই বোমা-গুলি। বীরভূমে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বও তুঙ্গে। পঞ্চায়েত ভোটের আগে ফের গুলি-বারুদের স্তূপে বীরভূম।

গত দু’মাসে বীরভূমে যত বোমা উদ্ধার হচ্ছে

১ ডিসেম্বর নানুরে প্রচুর অস্ত্র-সহ বোমার মশলা উদ্ধার ধৃত ২

২৯ নভেম্বর দুবরাজপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১

২১ নভেম্বর দুবরাজপুরের ২টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার।

১৬ নভেম্বর নলহাটি থেকে উদ্ধার দুটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শটার, ১১ রাউন্ড গুলি।

১৪ নভেম্বর সাঁইথিয়ার ফুলুর পঞ্চায়েতের বহরাপুর গ্রামে রাতভর বোমাবাজি। উদ্ধার প্রচুর বোমা।

৫ নভেম্বর বাঁশঝড় গ্রামে বালি খাদান দখল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব,বোমাবাজি

২ নভেম্বর পাইকরের পঞ্চহড় গ্রামে মজুত বোমা ফেটে গুরুতর জখম একাধিক মহিলা। উদ্ধার বোমা

১ নভেম্বর খয়রাশোলের রানীগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়ক থেকে পাইপ গান উদ্ধার।

অনুব্রত জেলে থাকায় পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে চিন্তিত শাসক দল। কেষ্টর জেলে থাকা বাড়তি সুযোগ কতটা, তা নিয়ে দিনরাত আলোচনা বিরোধীদের মধ্যেও। কিন্তু প্রশাসনের দুশ্চিন্তা হল, ভোটের মুখে এই ভাবে প্রতিনিয়ত অস্ত্র, গুলি, বোমা উদ্ধার হলে নির্বাচন কমিশনের কাছ কী জবাবদিহি করা হবে তা নিয়ে।

পঞ্চায়েত ভোটের আগে মুড়িমুড়কির মতো আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি উদ্ধার হচ্ছে বীরভূম জুড়ে। শাসক দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ ছাড়াও শাসক-বিরোধীদের দ্বন্দ্বও প্রবল বীরভূম জেলায়। সেই আবহে এবার নানুর থেকে উদ্ধার প্রচুর অস্ত্র, বোমার মশলা।