Dr. Sushovan Bandyopadhyay Death: ‘বিশাল বড় মনের মানুষ’, বোলপুরের ‘এক টাকার ডাক্তারে’র প্রয়াণে শোকাহত মোদী
Narendra Modi: শোকস্তব্ধ প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, "চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় মানবিকতার এক উদাহরণ সৃষ্টি করেছিলেন। বহু মানুষকে সুস্থ করে তুলেছেন তিনি। এক নরম এবং বড় মনের মানুষ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।"
বোলপুর ও নয়া দিল্লি: প্রয়াত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক দীর্ঘদিন ধরে এলাকার হত-দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছিলেন। বীরভূমের মানুষ তাঁকে এক ডাকে চিনতেন। তবে সুশোভন বাবুর অধিক পরিচিতি ‘এক টাকার ডাক্তার’ হিসেবেই। এই নামেই তাঁকে ডাকেন এলাকার মানুষজন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বোলপুর। টুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পদ্ম সম্মানের অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক সুশোভন বাবুর সঙ্গে নিজের একটি ছবিও টুইটারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
শোকস্তব্ধ প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় মানবিকতার এক উদাহরণ সৃষ্টি করেছিলেন। বহু মানুষকে সুস্থ করে তুলেছেন তিনি। এক নরম এবং বড় মনের মানুষ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। পদ্ম সম্মানের অনুষ্ঠানে তাঁর সঙ্গে আলাপচারিতার কথা মনে পড়ে যাচ্ছে। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের আমার সমবেদনা জানাই।”
Dr. Sushovan Bandyopadhyay epitomised the best of human spirit. He will be remembered as a kind and large hearted person who cured many people. I recall my interaction with him at the Padma Awards ceremony. Pained by his demise. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/Ms73RrYdfa
— Narendra Modi (@narendramodi) July 26, 2022
প্রসঙ্গত, বছরের পর বছর ধরে, এলাকার হত-দরিদ্র মানুষদের এক টাকার ভিজ়িটে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন তিনি। খুব সমস্যায় না পড়লে তাঁর চেম্বার কখনও বন্ধ হত না। মাঝে যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল চেম্বার। দীর্ঘদিন ধরেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
বিশিষ্ট চিকিৎসকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Sad to know of the demise of benevolent doctor Sushovan Bandyopadhyay. The famed one-rupee-doctor of Birbhum was known for his public-spirited philanthropy, and I express my sincerest condolences.
— Mamata Banerjee (@MamataOfficial) July 26, 2022