Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আদিবাসী মহিলাকে ‘ধর্ষণ’, গ্রেফতার ১

নির্যাতিতার ভাইয়ের বয়ান অনুযায়ী, তাঁর দিদি দিনমজুরের কাজ করতেন। অভিযুক্ত যুবকও একই সঙ্গে কাজ করতেন। মঙ্গলবার বিকাল দিদিকে ওই যুবক কাজের জায়গায় ডেকে নিয়ে যান।

আদিবাসী মহিলাকে 'ধর্ষণ', গ্রেফতার ১
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jun 30, 2021 | 8:16 AM

বীরভূম: শান্তিনিকেতন (Shantiniketan) লাগোয়া কমলাকান্তপুর আদিবাসী মহিলাকে ধর্ষণের (Rape Case) ঘটনায় ধৃত এক। পটল হেমরম নামে এক যুবককে রাতেই গ্রেফতার করেছে শান্তিনিকেতন মহিলা থানার পুলিশ।

নির্যাতিতার ভাইয়ের বয়ান অনুযায়ী, তাঁর দিদি দিনমজুরের কাজ করতেন। অভিযুক্ত যুবকও একই সঙ্গে কাজ করতেন। মঙ্গলবার বিকাল দিদিকে ওই যুবক কাজের জায়গায় ডেকে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি, ঘটনা জানাজানি হতে মিটমাটের প্রচেষ্টা করে ওইখানে কাজের দায়িত্বে থাকা লোকেরা৷

আরও পড়ুন: দফতরে বসেই বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ এসসি কমিশনের চেয়ারম্যানের! নয়া বিতর্ক

কোপাইয়ের ধারে কমলাকান্তপুর গ্রামে থাকেন ওই মহিলা। নদীর ওপারে একটি খাসের জমিতে থাকতেন। সেখানে একটি নির্মাণ কাজ চলছিল। কর্মস্থলেই ঘটনাটি ঘটে। মহিলা তাঁর ভাইকে সব কথা জানালে তাঁরা থানার দ্বারস্থ হন। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷