Sukanta Majumdar: ফের ‘কেষ্ট’ মাথায় অক্সিজেন পৌঁছয় না কটাক্ষ! সঙ্গে নিউটনের সূত্র বোঝালেন সুকান্ত
BJP: "মার খেয়ে মামলা খাওয়ার থেকে মার দিয়ে মামলা খাওয়া অনেক ভালো।"
বীরভূম: শাসক দলকে আক্রমণ করতে গিয়ে এবার বিতর্কে নাম জড়াল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বীরভূমের একটি দলীয় সভায় গিয়েছিলেন তিনি। সেখানেই শাসক দলকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রাজ্য সভাপতি। যার জেরে ফের শুরু রাজনৈতিক উত্তেজনা।
ঠিক কী ঘটেছিল? গতকাল সিউড়িতে (Suri) আসেন বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে দিলীপ ঘোষকে সংবর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করে বীরভূম বিজেপি (BJP)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিজেপি নেতারা ছাড়াও বীরভূম জেলার বিজেপি নেতা নেত্রীরা এবং কর্মী সমর্থকরা।
এই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন,”নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং কেউ বেশি ছিল ক্ষমতা ধরে রাখতে পারে না। আর সবার সময় ঠিক যায় না। সুতরাং সময় পরিবর্তন হলে এই বিপরীত প্রতিক্রিয়া কিন্তু পেতে হবে।”
এদিনের সভা থেকে বিজেপি নেতা কর্মীদের উৎসাহ জোগান দেন সুকান্ত বাবু। বলেন,”লড়াই করুন। ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। প্রচুর মানুষ ভোট দিয়ে আপনাদেরকে আর্শীবাদ করেছে। আপনাদের উপর ভরসা রেখেছে। তাই আমরা যদি এখন ভয়ে ঘরে ঢুকে যাই সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে বেইমানি করা হবে যারা আপনাদের উপর ভরসা রেখেছে। সেই সকল মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। বেশি হলে কী হবে? মামলা হবে। এর আগে কি মামলা হয়নি? যখন মামলা খেতেই হবে তখন মার খেয়ে মামলা খাওয়ার থেকে মার দিয়ে মামলা খাওয়া অনেক ভালো।” এরপর দলীয় কর্মীদের সাহস জুগিয়ে বিজেপি রাজ্য সভাপতি যোগ করেন,”পার্টি আপনাদের পাশে দাঁড়াবে। আপনাদের জামিন করাবে। আপনাদের পাশে দাঁড়াতে আমাদের যা-যা করতে হয় আমরা করব। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আমরা যা ভোট পেয়েছি সেই ভোট থেকে পিছু হঠা যাবে না। ”
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর রাজ্য বিজেপি সভাপতির পদ বদল হয়। দিলীপ ঘোষের (Dilip Ghosh) জায়গায় আসে সুকান্ত মজুমদার। অনেকদিন ধরেই রাজনৈতিক মহলে চলছিল জল্পনা যে বিজেপি রাজ্য সভাপতি বদল হতে পারে। দিলীপ ঘোষের কাছে তাঁর পছন্দের নামের তালিকা চেয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই মতো বেশ কিছু নামের তালিকাও পাঠিয়েছিলেন দিলীপ। সূত্রের খবর, সেই তালিকায় নাম ছিল সুকান্ত মজুমদারেরও। তাঁর পছন্দেই সিলমোহর দিয়ে সুকান্তবাবুকে বিজেপি রাজ্য সভাপতি বেছে নেওয়া হয়েছে বলে খবর। বিজেপি সূত্রে খবর, বঙ্গ বিজেপির খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুকান্ত মজুমদার। তিনিও সঙ্ঘের থেকেই সংগঠনে আসা নেতা। যে কারণে তাঁর উপর আস্থা রাখতে পিছপা হয়নি বিজেপি শীর্ষ নেতৃত্ব।