Visva-Bharati University: ব্রহ্ম ধর্মের রীতি ভেঙে কালী পুজো নিয়ে লেকচার, ফের বিতর্কে বিশ্বভারতী
Visva-Bharati University: সম্প্রতি কালী ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল বাংলায়। কালী বিতর্ক রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলেছিল।
বীরভূম: ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার কালীপুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন, শিক্ষার সঙ্গে কালীপুজোর কী সম্পর্ক, অথবা কালীপুজো নিয়েই কেন ক্লাসে লেকচার? সেই প্রশ্ন তুলছেন সকলেই। ফের বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি কালী ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল বাংলায়। কালী বিতর্ক রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলেছিল। কালী বিতর্কের মাঝেই বিশ্বভারতীতে কালীপুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন। আর তা নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত।
জানা গিয়েছে, আগামী ২৫ জুলাই এই লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে । যেখানে খোদ বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। উপস্থিত থাকবেন শ্রী শারদআত্মানন্দ মহারাজ। এছাড়াও লেকচার সিরিজে উপস্থিত থাকবেন অধ্যাপক, কর্মী ও ছাত্রছাত্রীরা। বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরি সেমিনার হলে এই লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে।
একটি কালী ছবি নিয়ে সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ও তার পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তার আঁচ কমতে না কমতেই শিক্ষাঙ্গনে এ হেন একটি সেমিনার আয়োজন যথেষ্টই বিতর্কিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই লেকচার সিরিজের উদ্দেশ্য আদৌ কী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। সচেতকরা বলছেন, বিশ্বভারতীতে ব্রহ্ম ধর্ম পালন হয়। মূর্তি পুজো কিংবা কোনও দেবদেবী আরাধনায় বিশ্বাসী নয় বিশ্বভারতী। সেখানে দাঁড়িয়ে সেই বিশ্ববিদ্যালয়ে কালীপুজোকে কেন্দ্র করে কেন লেকচার সিরিজ, শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা তাতে স্তম্ভিত। এই বিষয়টি বিশ্বভারতীর পরম্পরাকেই লঙ্ঘিত করছে বলে তাঁদের মত। এই নিয়ে অবশ্য কোনও রাজনৈতিক নেতৃত্ব প্রতিক্রিয়া দিতে চায়নি।