Bomb Recover: কোথাও ২৮ কোথাও ৫, বাংলায় অব্যাহত বোমা উদ্ধার
Bomb recover: রবিবার ভোরবেলা বোমাগুলি উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকে। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
কৌশিক দত্ত ও দীপঙ্কর দাস
কালনা: প্রায় ২৮টির মতো তাজা বোমা উদ্ধার (Bomb Recover)। ভোট যত এগিয়ে আসছে বোমা উদ্ধারের সংখ্যা যেন বাড়ছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আটঘরিয়া গ্রামের ফ্লাড সেন্টারের ঘটনা। সেখানে দোতলার একটি বাথরুমের ভিতরে দু’টি প্লাস্টিকের প্যাকেটে বোমা গুলো রাখা ছিল।
রবিবার ভোরবেলা বোমাগুলি উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকে। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
তবে শুধু পূর্ব বর্ধমান নয়, এর পাশাপাশি হাবরা থেকেও বোমা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, রাতের অন্ধকারে কলাবাগানের মধ্যে থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা। কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ প্রশাসন সহ এলাকার সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীর দাবি রাতের বেলা একটি মোটরসাইকেলে করে এক যুবক এসে কলাবাগানের মধ্যে কিছু একটা রেখে যায়। সন্দেহর বসে এলাকাবাসী খবর দেয় পুলিশে। এরপর হাবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।