হদলিবাড়ি থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল ৫ দুম্বা! জওয়ানদের তৎপরতায় উদ্ধার লাখ টাকার প্রাণী
কমান্ড্যান্ট বিদ্যাভূষণ উপাধ্যায় জানিয়েছেন, দুটি পৃথক অভিযানে পাঁচটি দুম্বা ও দশটি তোতাপুরী প্রজাতির ছাগল উদ্ধার হয়েছে।
হদলিবাড়ি: কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে বাংলাদেশে (Bangladesh) ছাগলের সঙ্গেই পাচার হচ্ছিল পাঁচটি দুম্বা। বিএসএফ-এর তৎপরতায় উদ্ধার হল মধ্য প্রাচ্যের লাখ টাকার প্রাণী। গরু পাচারের পাশাপাশি এদেশ থেকে বাংলাদেশের চোরাপথে পৌঁছে যাচ্ছে ছাগল। এবার সেই তালিকায় যুক্ত হল দুম্বা। প্রজননের জন্যই সীমান্তের ওপারে পাঠানো হচ্ছিল এই প্রাণীকে। এমনটাই অনুমান জওয়ানদের।
বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে ৬৫ নম্বর ব্যাটালিয়নের বেরুবাড়ি-২ বিওপির অন্তর্গত ৭৭৬/১১ এস পিলার সংলগ্ন কীর্তনিয়া পাড়া এলাকায় অভিযান চালান জওয়ানরা। সেই সময় দু’জন পাচারকারী চারটি দুম্বা ও একটি তোতাপুরী প্রজাতির ছাগল ফেলে পালিয়ে যায়। সেগুলি উদ্ধার করে পাঠান পাড়া বিওপিতে নিয়ে আসেন তাঁরা। এরপর চরকডাঙা এলাকায় ফের অভিযান চালিয়ে একটি চা বাগান থেকে একটি দুম্বা ও ন’টি তোতাপুরী প্রজাতির ছাগল উদ্ধার হয়।
৬৫ নম্বর ব্যাটালিয়নের অ্যাসিসটেন্ট কমান্ড্যান্ট বিদ্যাভূষণ উপাধ্যায় জানিয়েছেন, দুটি পৃথক অভিযানে পাঁচটি দুম্বা ও দশটি তোতাপুরী প্রজাতির ছাগল উদ্ধার হয়েছে। এই প্রথম এই এলাকায় দুম্বা উদ্ধার হল। একটি দুম্বার মূল্য লক্ষাধিক টাকা বলেও জানান তিনি। উদ্ধার হওয়া প্রাণীগুলিকে একটি পশুপ্রেমী সংগঠনের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
কী এই দুম্বা?
দুম্বা হল ভেড়া জাতীয় একটি লোমশ প্রাণী। মধ্য প্রাচ্যের দেশগুলিতে সাধারণত দুম্বা দেখা যায়। এর মাংস অত্যন্ত সুস্বাদু। তাই চড়া দরে বাজারে বিক্রি হয় দুম্বা। একটি পূর্ণবয়স্ক দুম্বার ওজন ১২০- ১৫০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। বিভিন্ন দেশে রীতিমতো খামার গড়ে দুম্বা পালন করা হয়।
আরও পড়ুন: রাজ্যের ২০ লক্ষ প্রবীণকে বিনামূল্যে ছানি অপারেশনের ঘোষণা মমতার