AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi in Bengal: জোট জল্পনার মাঝে বাংলায় পৌঁছলেন রাহুল গান্ধী, আজ উত্তরে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’

Rahul Gandhi in West Bengal: ফালাকাটা থেকে রাহুল গান্ধী দিল্লি চলে যাবেন। আবার ২৮ জানুয়ারি বাংলায় আসবেন তিনি। ২৮ ও ২৯ উত্তরবঙ্গে ঘুরবেন রাহুল। কোথাও কোনও সভা করবেন কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এদিকে, ২৯ জানুয়ারিই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Rahul Gandhi in Bengal: জোট জল্পনার মাঝে বাংলায় পৌঁছলেন রাহুল গান্ধী, আজ উত্তরে 'ভারত জোড় ন্যায় যাত্রা'
ভারত জোড় ন্যায় যাত্রায় রাহুল গান্ধীImage Credit: Facebook @RahulGandhi
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 12:48 PM
Share

কোচবিহার: সূচি অনুযায়ী আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রবেশ করল কংগ্রেসের ‘ভারত জোড় ন্যায় যাত্রা’। বৃহস্পতিবার সকালেই মিছিল করে কোচবিহারে প্রবেশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অসম থেকে বাংলায় ঢুকলেন তিনি। অসম-বাংলা সীমান্তে বক্সীর হাট দিয়ে রাজ্যে প্রবেশ করেছে সেই মিছিল। সীমান্ত পর্যন্ত এসেছিলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি। অন্যদিকে, কোচবিহারে উপস্থিত ছিলেন বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। পতাকা বিনিময়ের পর কংগ্রেসের মিছিল সোজা চলে যায় ফালাকাটার দিকে। সারাদিন ফালাকাটা অঞ্চলেই ঘুরবেন রাহুল। এরপর রাতে চলে যাবেন দিল্লিতে। তবে বাংলায় ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ আজই শেষ হচ্ছে না।

এদিন ফালাকাটা থেকে রাহুল গান্ধী দিল্লি চলে যাবেন। আবার ২৮ জানুয়ারি বাংলায় আসবেন তিনি। ২৮ ও ২৯ উত্তরবঙ্গে ঘুরবেন রাহুল। কোথাও কোনও সভা করবেন কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এদিকে, ২৯ জানুয়ারিই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ইন্ডিয়া জোট নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন রাহুলের এই বাংলা সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে থাকবেন না তিনি, লড়বেন একাই। কিন্তু কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও বার্তা পাওয়া যায়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, মমতাকে ছাড়া জোট অসম্পূর্ণ। রাহুল গান্ধীও জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্ক ভাল। এবার বাংলায় এসে রাহুল গান্ধী জোট নিয়ে কোনও বার্তা দেন কি না, সে দিকেই নজর থাকবে।

উল্লেখ্য, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বাংলায় ‘ন্যায় যাত্রা’ হলেও সে ব্যাপারে তাঁকে কিছু জানানো হয়নি।