Abhishek Banerjee: অভিষেকের সঙ্গে দেখা করে চাকরির দাবি BSF-এর গুলিতে নিহতদের পরিবারের

Abhishek Banerjee: নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন অভিষেক। নিহত দুই যুবকের পরিবার চাকরির দাবি জানিয়েছেন। নিহতদের পরিবারের লোকেরা বলছেন, 'অভিষেক আমার ছেলের মতো। তাই বাবা-মাকে ডেকেছিল দেখা করার জন্য।'

Abhishek Banerjee: অভিষেকের সঙ্গে দেখা করে চাকরির দাবি BSF-এর গুলিতে নিহতদের পরিবারের
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 5:11 PM

কোচবিহার: শিয়রে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election 2023)। তার আগে দুই মাস ব্যাপী জনসংযোগ যাত্রায় নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। মঙ্গলবার কোচবিহার থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি। আর প্রথম দিনেই বিএসএফ-এর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। প্রেম কুমার বর্মণ ও মুফজ্জল হোসেন নামে দুই যুবকের বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন অভিষেক। নিহত দুই যুবকের পরিবার চাকরির দাবি জানিয়েছেন। নিহত প্রেম কুমার বর্মণের মা বলছেন, ‘অভিষেক আমার ছেলের মতো। তাই বাবা-মাকে ডেকেছিল দেখা করার জন্য।’অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান তাঁরা। অভিষেকের আশ্বাস পেয়ে বুকে বল পেয়েছেন তাঁরা।

মৃত এক যুবকের স্ত্রী জানাচ্ছেন, তিনি স্বামীকে হারিয়েছেন। এমন অবস্থায় মেয়েকে নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা ভেবে পাচ্ছেন না ওই মহিলা। তাই অভিষেকের সঙ্গে দেখা হতেই, একটা চাকরির জন্য অনুরোধ করেছেন তিনি। নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘তাঁদের পরিবারের যে ক্ষতি বিএসএফ করেছে, তা পরিশোধ করার মতো শক্তি, ক্ষমতা কোনওটাই আমার নেই। এই ক্ষতি অপূরণীয়। কিন্তু সবরকম সাহায্য নিয়ে পরিবারের পাশে রয়েছি আমি এবং আমার দলের প্রত্যেকে।’

মোটের উপর অভিষেকের সঙ্গে সাক্ষাতের পর খুশি নিহতদের পরিবারের লোকেরা। অভিষেকের সঙ্গে কথা বলার পর প্রেম কুমার বর্মণের বাবা শিবেন বর্মণ জানাচ্ছেন, তিনি আশাবাদী এবার ন্যায়বিচার পাবেন। বিএসএফ-এর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি মাধাইখাল কালীবাড়ি সংলগ্ন শিব মন্দির পরিদর্শনে যাওয়ার সময় রাস্তার দু’ধারে থাকা মানুষজনের সঙ্গেও কথা বলেন অভিষেক। শোনেন, তাঁদের অভাব-অভিযোগের কথা। পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করতে অভিষেকের দুই মাস ব্যাপী এই কর্মসূচি স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।