‘কোটি টাকা চেয়েছিল ওরা,’ উত্তরবঙ্গ এক্সপ্রেসের সামনে ছেলেকে নিয়ে ঝাঁপ তৃণমূল নেতার!
TMC Leader Death: বুধবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন তখন নিউ কোচবিহার স্টেশন থেকে দিনহাটা হয়ে বামন হাটের দিকে যাচ্ছিল। সেই সময় গীতালদহ এর নবনী এলাকায় তৃণমূল নেতা প্রদীপ বর্মন পুত্রকে ঝাঁপ দেন ট্রেনের সামনে। ঘটনাকে কেন্দ্র করে জলঘোলা হচ্ছে তৃণমূলের অন্দরে।
কোচবিহার: দলের এক নেতার জন্য কয়েকদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিলেন। সোমবার ছেলেকে নিয়ে ট্রেনের সামনে আত্মঘাতী হলেন তৃণমূল নেতা প্রদীপ বর্মন। মৃত্যুর কারণ নিয়ে মারাত্মক অভিযোগ দলের নেতাদের বিরুদ্ধে। প্রকরাশ্যে গোষ্ঠীকোন্দল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপানউতোর দিনহাটার গীতালদহে।
বুধবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন তখন নিউ কোচবিহার স্টেশন থেকে দিনহাটা হয়ে বামন হাটের দিকে যাচ্ছিল। সেই সময় গীতালদহ এর নবনী এলাকায় তৃণমূল নেতা প্রদীপ বর্মন পুত্রকে ঝাঁপ দেন ট্রেনের সামনে। ঘটনাকে কেন্দ্র করে জলঘোলা হচ্ছে তৃণমূলের অন্দরে। নেতার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে প্রকাশ্যে দলের গোষ্ঠীকোন্দল। স্থানীয় বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ঘনিষ্ঠ নুর আলম হোসেনের বিরুদ্ধে প্রদীপকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মতো মারাত্মক অভিযোগ তুলেছেন দলেরই আরেক নেতা আবুয়াল আজাদ।
দিন কয়েক আগেই গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার অনুগামীরা। তখন ব্লক সভাপতি অনুগামী হিসেবে পরিচিত বিথীকা রায় বর্মনকে সরিয়ে বিধায়ক অনুগামীদের মধ্যে একজনকে প্রধান করা হয়। বিথীকা দেবী ও তাঁর স্বামী তৃণমূল নেতা প্রদীপকে এরপর থেকেই হুমকি দেওয়া হত বলে অভিযোগ। সম্প্রতি নাকি তাঁর কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক ঘনিষ্ট জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন। সেই চাপেই ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন তৃণমূল নেতা। এমনই গুরুতর অভিযোগ করেছেন এলাকার আরেক প্রভাবশালী নেতা আবুয়াল আজাদ।
স্থানীয়দের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রদীপকে নানা ভাবে হেনস্থা করত দলের একটি অংশ। বিরোধীদের বাড়ি ভাঙচুর-সহ একাধিক অত্যাচার চলত এলাকায়। প্রদীপ এসবে বাধা দিলে তাঁর ওপরও নেমে আসে আক্রমণ বলে অভিযোগ। যদিও অভিযুক্ত পক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল নেতা ও তাঁর নাবালক পুত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। আরও পড়ুন: অস্তিত্বই নেই, অথচ এমন পড়ুয়ার নামে সংখ্যালঘু বৃত্তি! কেন্দ্রীয় প্রকল্পের ২৫ লক্ষ টাকা নয়ছয় শিলিগুড়িতে