রাজ্যে কমছে সক্রিয় রোগীর সংখ্যা, দেখে নিন আপনার জেলায় সংক্রমণের ছবিটা কেমন

বুধবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। মৃত্যু হয়েছে ১৩৫ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ।

রাজ্যে কমছে সক্রিয় রোগীর সংখ্যা, দেখে নিন আপনার জেলায় সংক্রমণের ছবিটা কেমন
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 02, 2021 | 10:27 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সু্স্থতার পথে এগোচ্ছে বাংলা। গত ৪০ দিনে মঙ্গলবার প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। শুধুমাত্র আলিপুরদুয়ারেই সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাকি সব জেলায় তা নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৪৬জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮০ জন। মঙ্গলবার মৃত- ০, বুধবার মৃত- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮১ জন। মঙ্গলবার মৃত- ০, বুধবার মৃত- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫৩ জন। মঙ্গলবার মৃত- ৫, বুধবার মৃত- ৪।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। মঙ্গলবার মৃত- ০, বুধবার মৃত- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯২। মঙ্গলবার মৃত- ৭, বুধবার মৃত- ৭।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৭ জন। মঙ্গলবার মৃত- ০, বুধবার মৃত- ২।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৮ জন। মঙ্গলবার মৃত- ২, বুধবার মৃত- ৩।

মালদহ– গতকাল আক্রান্ত ১৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৭ জন। মঙ্গলবার মৃত- ০, বুধবার মৃত- ১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৭ জন। মঙ্গলবার মৃত- ৫, বুধবার মৃত- ২।

অলংকরণ- অভীক দেবনাথ

নদিয়া– গতকাল আক্রান্ত ৫২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২৩ জন। মঙ্গলবার মৃত- ৬, বুধবার মৃত- ৬।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৬ জন। মঙ্গলবার মৃত- ৩, বুধবার মৃত- ২।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৭ জন। মঙ্গলবার মৃত- ১, বুধবার মৃত- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২৫ জন। মঙ্গলবার মৃত- ৩, বুধবার মৃত- ২।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৯ জন। মঙ্গলবার মৃত- ০, বুধবার মৃত- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩৪ জন। মঙ্গলবার মৃত- ২, বুধবার মৃত- ৪।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬৯ জন। মঙ্গলবার মৃত- ২, বুধবার মৃত- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪৫ জন। মঙ্গলবার মৃত- ৪, বুধবার মৃত- ২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩৭ জন। মঙ্গলবার মৃত- ৪, বুধবার মৃত- ১।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮৪ জন। মঙ্গলবার মৃত- ৮, বুধবার মৃত- ১০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭২ জন। মঙ্গলবার মৃত- ৫, বুধবার মৃত- ২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২০২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬২৫ জন। মঙ্গলবার মৃত- ৩৫, বুধবার মৃত- ৪৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৫১ জন। মঙ্গলবার মৃত- ১৩, বুধবার মৃত- ৬।

কলকাতা– গতকাল আক্রান্ত ১০৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৪৫ জন। মঙ্গলবার মৃত- ৩২, বুধবার মৃত-৩৮।

অন্যদিকে, বুধবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। মৃত্যু হয়েছে ১৩৫ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ।