Balurghat Car Accident: অপটু হাতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, বরাত জোরে প্রাণে বাঁচলেন সস্ত্রীক স্কুলশিক্ষক

Balurghat: ক্রেনের সাহায্যে গাড়িটিকে তোলা হয় নয়ানজুলি থেকে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়।

Balurghat Car Accident: অপটু হাতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, বরাত জোরে প্রাণে বাঁচলেন সস্ত্রীক স্কুলশিক্ষক
অপটু হাতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 7:22 PM

বালুরঘাট: সদ্য শিখেছিলেন গাড়ি চালাতে। অতটাও দক্ষ হননি। কিন্তু তারপরও রাস্তায় বেরিয়েছিলেন গাড়ি নিয়ে। এরপরই গাড়ি চালাতে গিয়ে ঘটে দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে চালক, সওয়ারি সমেত গাড়ি পড়ল রাস্তার পাশের নয়ানজুলিতে। যদিও, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। রবিবারের বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের জলঘর ব্রিজ সংলগ্ন এলাকায়৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্রেনের সাহায্যে গাড়িটিকে তোলা হয় নয়ানজুলি থেকে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন সুরজিৎ পাল। পেশায় তিনি বালুরঘাটের বালাপুর স্কুলের শিক্ষক। তবে জলঘর ব্রিজ থেকে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। মাঝ রাস্তা থেকে গাড়ি ঘোরানো শুরু করেন। কিন্তু নয়ানজুলি বরাবর রাস্তার ধারে গাড়ি ঘোরাতে গিয়েই ঘটে বিপত্তি। সদ্য গাড়ি চালাতে শেখা ওই স্কুল শিক্ষক সরু রাস্তায় গাড়ি ঠিক ভাবে ঘোরাতে পারছিলেন না। রাস্তার মাপে গাড়ি ঘোরানো হচ্ছে কিনা তা দেখতে সুরজিৎবাবু গাড়ি থেকে রাস্তায় নেমে স্ত্রীকে দেখতেও বলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক সেই সময়ই রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারেন তিনি। নয়ানজুলি বরাবর কিছুটা নেমে যায় গাড়ি। তবে তা গাছে আটকে যাওয়ার কোনওমতে প্রাণে রক্ষা পান তাঁরা।

এদিকে, বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় উদ্ধার করা হয় সুরজিৎবাবুকে। এর পরই খবর দেওয়া হয় স্থানীয় বালুরঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধার করে। কীভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। যদিও, ঘটনা প্রসঙ্গে সুরজিৎবাবু জানান, “আচমকাই সামনে একটি কুকুর চলে এসেছিল। সেটিকে বাঁচাতে চেষ্টা করেন তিনি। তখনই গাড়িটিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাশেই নয়ানজুলি থাকায় নেমে যায় সেখানে। বিশেষ কোনও চোট না লাগলেও পায়ে কিছুটা আঘাত পেয়েছেন তিনি।”

আরও পড়ুন: Forensic Team Visit BDM Hospital: আগুনে পুড়ে করোনা রোগীর মৃত্যু, ২ দিন পর বর্ধমান হাসপাতাল পরিদর্শনে ফরেন্সিক বিশেষজ্ঞরা