Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: হিলি থেকে পাড়ি শিলিগুড়ি! দিব্যাঙ্গ সাইকেল যাত্রায় ৫ বিএসএফ জওয়ান

South Dinajpur: বিভিন্ন জায়গায় কর্তব্য পালন করতে গিয়ে জখম হয়ে দিব্যাঙ্গ হয়েছেন এমন ৫ জন বিএসএফ জওয়ান হিলি থেকে সাইকেল চালিয়ে এক সপ্তাহে শিলিগুলি পৌঁছাবেন।

| Edited By: | Updated on: Dec 08, 2021 | 8:46 PM
দিব্যাঙ্গ সাইকেল যাত্রার সূচনা হল হিলি শহিদ বেদি প্রাঙ্গণে। বুধবার দুপুরে বিএসএফের তরফে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সাইকেল র‍্যালির শুরু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি বিশাল রানে, ৬১ ব্যাটেলিয়নের টুআইসি জটাশঙ্কর সিং সহ বিএসএফের আধিকারিকেরা।

দিব্যাঙ্গ সাইকেল যাত্রার সূচনা হল হিলি শহিদ বেদি প্রাঙ্গণে। বুধবার দুপুরে বিএসএফের তরফে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সাইকেল র‍্যালির শুরু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি বিশাল রানে, ৬১ ব্যাটেলিয়নের টুআইসি জটাশঙ্কর সিং সহ বিএসএফের আধিকারিকেরা।

1 / 5
বাংলাদেশ যুদ্ধের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে স্বর্ণিম বিজয় দিবস পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার হিলি থেকে শিলিগুলি পর্যন্ত সাইকেল র‍্যালির আয়োজন করেছে।

বাংলাদেশ যুদ্ধের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে স্বর্ণিম বিজয় দিবস পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার হিলি থেকে শিলিগুলি পর্যন্ত সাইকেল র‍্যালির আয়োজন করেছে।

2 / 5
বিভিন্ন জায়গায় কর্তব্য পালন করতে গিয়ে জখম হয়ে দিব্যাঙ্গ হয়েছেন এমন ৫ জন বিএসএফ জওয়ান হিলি থেকে সাইকেল চালিয়ে এক সপ্তাহে শিলিগুলি পৌঁছাবে।

বিভিন্ন জায়গায় কর্তব্য পালন করতে গিয়ে জখম হয়ে দিব্যাঙ্গ হয়েছেন এমন ৫ জন বিএসএফ জওয়ান হিলি থেকে সাইকেল চালিয়ে এক সপ্তাহে শিলিগুলি পৌঁছাবে।

3 / 5
বাংলাদেশ যুদ্ধের বিজয় পালনের মধ্যে দিয়ে সমাজে দিব্যাঙ্গারও যে পিছিয়ে নেই সেই বার্তা দেবে। ১৬ ডিসেম্বর ওই র‍্যালি শিলিগুলি বেলতলা পার্ক নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারে পৌঁছাবে

বাংলাদেশ যুদ্ধের বিজয় পালনের মধ্যে দিয়ে সমাজে দিব্যাঙ্গারও যে পিছিয়ে নেই সেই বার্তা দেবে। ১৬ ডিসেম্বর ওই র‍্যালি শিলিগুলি বেলতলা পার্ক নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারে পৌঁছাবে

4 / 5
এদিন সকালে হিলি শহিদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিএসএফ আধিকারিকরা। শহিদ বেদি প্রাঙ্গণে র‍্যালিটির সূচনা করেন ডিআইজি। সারাদিন সাইকেল চালিয়ে র‍্যালিটি গঙ্গারামপুর হাজমাপুর ক্যাম্পে শেষ করবে। আগামীকাল সকালে ফের র‍্যালিটি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। সড়ক পথেই র‍্যালিটি শিলিগুড়ি পৌঁছাবে।

এদিন সকালে হিলি শহিদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিএসএফ আধিকারিকরা। শহিদ বেদি প্রাঙ্গণে র‍্যালিটির সূচনা করেন ডিআইজি। সারাদিন সাইকেল চালিয়ে র‍্যালিটি গঙ্গারামপুর হাজমাপুর ক্যাম্পে শেষ করবে। আগামীকাল সকালে ফের র‍্যালিটি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। সড়ক পথেই র‍্যালিটি শিলিগুড়ি পৌঁছাবে।

5 / 5
Follow Us: