Gold Smuggling: তলে তলে এই করতেন তৃণমূল নেতা! BSF ধরতেই সব ফাঁস

Gold Smuggling: জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই তৃণমূল নেতাকে ধরে বিএসএফ। ধৃত সঞ্জয় মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সোনার বিস্কুট। ঘটনায় সোনা পাচারকারী ধৃত ব্যক্তিকে রাতভর দফায় দফায় জেরা করছে বিএসএফ।

Gold Smuggling: তলে তলে এই করতেন তৃণমূল নেতা! BSF ধরতেই সব ফাঁস
উদ্ধার হওয়া সোনা ও ধৃত ব্যক্তি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 10:19 PM

হিলি: অভিনব কায়দায় সোনা পাচার। পায়ের সঙ্গে টেপ জড়িয়ে সোনার বিস্কুট পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন এক তৃণমূল নেতা। হিলি থানার ভীমপুর সীমান্তের শ্রীরামপুর সীমান্তের ঘটনা। ধৃতের নাম সঞ্জয় মণ্ডল(৪৯)। বাড়ি হিলি থানার ত্রিমোহিনীর কিসমতদাপটে।

ধৃত সঞ্জয় মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সোনার বিস্কুট। যার ওজন প্রায় ৩৩০ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকা। ধৃত তৃণমূল নেতার স্ত্রী হিলি পঞ্চায়েত সমিতির দুবারের সদস্য ছিলেন। গতবারে ভোটে দাঁড়ালেও তিনি জিততে পারেননি। তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে এলাকায়। পুরো ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে বিএসএফ। এদিকে বুধবার বিকেলে ওই তৃণমূল নেতা এবং উদ্ধার হওয়া সোনার বিস্কুট হিলি শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই তৃণমূল নেতাকে ধরে বিএসএফ। ঘটনায় সোনা পাচারকারী ধৃত ব্যক্তিকে রাতভর দফায় দফায় জেরা করছে বিএসএফ। এরপর এদিন বিকেলে জেরা শেষ হওয়ার পরে ধৃতের বিরুদ্ধে আইন প্রক্রিয়া সম্পন্ন করে হিলি শুল্ক দফতরে হস্তান্তর করে। শুল্ক দফতর ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। যদিও এনিয়ে সাংবাদিকদের কোনও মন্তব্য করতে চায়নি বিএসএফ আধিকারিকরা।

এদিকে সোনা পাচারে বিএসএফের হাতে তৃণমূল নেতা পাকড়াও হতেই রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “তৃণমূলের কালচারই হল চুরি, পাচার করা। স্ত্রীর প্রভাব খাটিয়ে এই তৃণমূল নেতা দীর্ঘদিন ধরেই এই পাচারকাজ চালিয়ে আসছেন। আমরা তাঁর কঠোর শাস্তি দাবি করছি।” অন্যদিকে তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, “ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। আইন আইনের পথে চলবে।”