বিজেপির শহিদ সম্মান যাত্রা ঘিরে চড়ছে পারদ! আজও নিশীথ, সুভাষের একাধিক কর্মসূচি
Bengal BJP: বৃহস্পতিবারও নিশীথ প্রামাণিকের একাধিক কর্মসূচি রয়েছে।
TV9 বাংলা: বিজেপির শহিদ সম্মান কর্মসূচি ঘিরে শিলিগুড়ি উত্তপ্ত। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে সংবর্ধনা দিতে আসা নারায়ণী সেনাকে আটকে রেখে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে দক্ষিণবঙ্গে কালো পতাকা দেখাল তৃণমূল। আজ, বৃহস্পতিবারও নিশীথ প্রামাণিকের একাধিক কর্মসূচি রয়েছে। নিশীথ প্রামাণিক ধূপগুড়ি , ফালাকাটা হয়ে কোচবিহারে পৌঁছবেন বেলা সাড়ে বারোটা নাগাদ। বিভিন্ন এলাকা ঘুরে ২.৪০ মিনিটে পুন্ডিবাড়ি হয়ে চলে যাবেন সোনাপুর, আলিপুরদুয়ারে। এরপর আবার ৫টায় কোচবিহারের বানেশ্বর এলাকায় আসবেন।
বুধবারও তপ্ত থাকে শিলিগুড়ি। কেন্দ্রীয় মন্ত্রীর সফর ঘিরে উত্তাপ চড়ে। নিশীথ প্রামাণিকের সঙ্গে প্রায় ১০০ জন নারায়ণী সেনা ছিলেন। শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে একশোরও বেশি নারায়ণী সেনাকে আটকে রাখা হয় বলে অভিযোগ।
গাড়িগুলির চাকা কাঁটা তার দিয়ে আটকে দেওয়া হয়। স্কুলের গেটে তালা দেওয়া হয়। নারায়ণী সেনাদের অভিযোগ, রাত থেকে তাঁদের আটকে রাখা হলেও জল, খাবার কিছুই দেওয়া হয়নি। বুধবার কর্মসূচি শুরু হওয়ার আগেই ফের উত্তপ্ত হয়ে ওঠে হিন্দি হাইস্কুল এলাকা।
এদিকে, শহিদ সম্মান যাত্রায় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কর্মসূচি ঘিরেও উত্তেজনার ছবি দেখা যায় দক্ষিণবঙ্গে। আটক করা হয় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে। বুধবারও উত্তরে তার ব্যতিক্রম হয়নি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যাত্রা ঘিরেও পারদ চড়ে। বিতর্কের কেন্দ্রে সেই নারায়ণী সেনা।
মঙ্গলবার রাতে আটক করার পর ঋষিভবন ও শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে নারায়ণী সেনাদের কার্যত বন্দি রাখা হয়। ভবন ঘিরে রাখে র্যাফ, পুলিশ বাহিনী। নারায়ণী সেনা কর্মীদের আটক করার ঘটনায় শিলিগুড়ি বিভিন্ন বিধায়করা একযোগে পুলিশ কমিশনার অফিসে যান।
কেন তাঁদের খাওয়ার জল দেওয়া হচ্ছে না, কেন তাঁদের বন্দি করা হল, তা নিয়ে অভিযোগ জানান তাঁরা। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে যান বালুরঘাটে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি আনন্দ বর্মন এবং গ্রামের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
নিশীথ জানিয়ে দেন, নারায়ণী সেনাদের না ছাড়লে তিনি শিলিগুড়ি ছাড়বেন না। এই চাপের মুখে শেষমেশ নারায়ণী সেনাদের ছেড়ে দেয় পুলিশ। শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারেরও শহিদ সম্মান যাত্রা ছিল দক্ষিণবঙ্গে। বর্ধমান থেকে বীরভূমের পথে হলদি ব্রিজের কাছে তাঁকেও কাল পতাকা দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে শহিদ সম্মান যাত্রার সূচনা করেন সুভাষ সরকার। প্রথমে বাঁকুড়া লোকসভার রঘুনাথপুর হয়ে পুরুলিয়া, বলরামপুর হয়ে ঝাড়গ্রামে পৌঁছবে। ২০১৮ সাল থেকে পুরুলিয়ায় অনেক বিজেপি কর্মী শহিদ হয়েছেন, তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আরও পড়ুন: ভোটের সময়ে বাস নিয়ে এখনও ভাড়া মেটায়নি সরকার, উল্টে বলছে অর্ধেক যাত্রীতে গাড়ি চালাতে!