AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের সময়ে বাস নিয়ে এখনও ভাড়া মেটায়নি প্রশাসন, উল্টে সরকার বলছে অর্ধেক যাত্রীতে গাড়ি চালাতে!

Paschim Medinipur: অতিমারি পরিস্থিতিতে গণপরিবহণ সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছিল। পরিবহণকর্মীদের মতো সঙ্কটে পড়েন বেসরকারি বাসের মালিকেরাও।

ভোটের সময়ে বাস নিয়ে এখনও ভাড়া মেটায়নি প্রশাসন, উল্টে সরকার বলছে অর্ধেক যাত্রীতে গাড়ি চালাতে!
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 10:38 AM
Share

পশ্চিম মেদিনীপুর: বিধানসভা ভোটের প্রয়োজনে প্রশাসনকে বাস দিয়েছিলেন। কিন্তু ভাড়ার টাকা তাঁরা পাননি। অভিযোগ বাস মালিকদের। একে লকডাউনে দীর্ঘ সময়ে বাস চলেনি। লকডাউন ওঠার পর বাস চলাচল শুরু হলেও, তা অর্ধেক যাত্রী নিয়ে হচ্ছে। তবে জ্বালানির দাম উঠছে না। তার ওপর ভাড়ার টাকা তাঁরা এখনও পাননি। তাতেই ফাঁপরে বাস মালিকরা।

বিধানসভা নির্বাচনের পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। সেই ভোটের কাজে ব্যবহৃত বহু বেসরকারি বাসের বকেয়া টাকা অনেক মালিকই এখনও পাননি বলে বলে অভিযোগ। প্রত্যেকবারই ভোটের সময়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য যুক্ত কর্মী, পুলিশ, নিরাপত্তারক্ষীদের যাতায়াতের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক হাজার বাস ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা না পেয়ে ক্ষতির মুখে বাস মালিকরা।

এমনিতেই গত দুবছরে লকডাউনে দীর্ঘ সময় বাসের চাকা গড়ায়নি। তারপর আংশিক লকডাউন উঠলে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ দেয় প্রশাসন। তাতে আরও ফাঁপরে পড়েন বাস মালিকরা। তাতে জ্বালানির দাম ওঠে না। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েন বাস মালিকরা।

ইতিমধ্যেই ভোটের সময়ে ভাড়া দেওয়া বাসের বকেয়া টাকা মেটানোর দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন ঘাটালের বাস মালিকরা। ঘাটাল থেকে ভোটের সময়ে ২২৬টি বাস দেওয়া হয়েছিল। বাসের বকেয়া টাকা দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।

এক বাস মালিক প্রভাত পানের কথায়, “ঘাটাল মহকুমা থেকে বাস-মিনিবাস মিলিয়ে ২২৬টি পাঠিয়েছিলাম। বিল রেডি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরটিও ট্রেজারিতে বিল পাঠিয়ে দিয়েছে। এক মাসের ওপর ট্রেজারিতে বিল পড়ে রয়েছে।”

এ প্রসঙ্গে মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, “আমরা যে বিল পেয়েছিলাম, সে সমস্ত বিল চেক করে পাঠিয়ে দিয়েছি। নিশ্চয়ই টাকা ঠিকঠাক সময়ে পেয়ে যাবেন।” শুধু পশ্চিম মেদিনীপুর নয়, অনেক জেলাতেই বাসের প্রাপ্য টাকা দেওয়ার কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ।

অতিমারি পরিস্থিতিতে গণপরিবহণ সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছিল। পরিবহণকর্মীদের মতো সঙ্কটে পড়েন বেসরকারি বাসের মালিকেরাও। সারা রাজ্যে বেসরকারি বাসের ক্ষুদ্র একটি অংশকে জরুরি প্রয়োজনে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যাতায়াতের কাজে লাগানো হচ্ছে। এর বাইরে অধিকাংশ বাসই কার্যত বসে ছিল। এই পরিস্থিতিতে কিছুটা সুরাহা পেতে বাস-মালিকদের একাংশ নির্বাচনের ব্যবহৃত বাসের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আরও পড়ুন: রাজ্যর যুক্তিতে কতটা গুরুত্ব? নজরে আজ ভোট পরবর্তী হিংসা মামলার রায়

শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!