North Bengal Weather Update: শীতলতম উত্তর! তুষারপাত হতেই ভিড় বাড়ছে দার্জিলিঙে, নিচের জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা

North Bengal Weather Update: ঘন কুয়াশা চাদরের ডেকেছে ধুপগুড়ি-সহ গোটা ডুয়ার্স। বইছে শীতল হাওয়া। রাস্তার ধারে আগুন পোহানোর জন্য জমেছে ভিড়। ভিড় বেড়েছে চায়ের ঠেকগুলিতেও। কুয়াশাছন্ন জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক।

North Bengal Weather Update: শীতলতম উত্তর! তুষারপাত হতেই ভিড় বাড়ছে দার্জিলিঙে, নিচের জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা
জাঁকিয়ে ঠান্ডা উত্তরবঙ্গেImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 9:01 AM

দার্জিলিং: বেশ কয়েকদিন একটানা আকাশের মুখ ভার থাকার পর শনিবার থেকেই বদলেছে পরিস্থিতি। ফের দেখা মিলেছে রোদের। হু হু করে নামতে শুরু করেছে পারা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দেখা গিয়েছে বড়সড় পারাপতন। তুষারপাতও দেখা গিয়েছে দার্জিলিংয়ের সান্দাকাফুতে। তবে রবিবার সকালে উত্তরের নীচের দিকে জেলাগুলিতে দেখা গেল শীতের দাপট। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তৃর্ণ এলাকা ঢেকে গিয়েছে কুয়াশার চাদরে। হাওয়া অফিস বলছে এদিনই উত্তরের শীতলতম দিন। 

ঘন কুয়াশা চাদরের ডেকেছে ধুপগুড়ি-সহ গোটা ডুয়ার্স। বইছে শীতল হাওয়া। রাস্তার ধারে আগুন পোহানোর জন্য জমেছে ভিড়। ভিড় বেড়েছে চায়ের ঠেকগুলিতেও। কুয়াশাছন্ন জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। কুয়াশা ডেকেছে রেলপথও। এদিন সকালে ডুয়ার্সে পারা নেমে যায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে। তবে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। জাতীয় সড়কে বেশ কয়েক জায়গায় যানজটও তৈরি হয়েছে বলে খবর। সকালে প্রায় সব গাড়ির সামনেই জ্বলছে হেডলাইট। 

কুয়াশার চাদরে ছেয়ে গিয়েছে আলিপুরদুয়ারও। তাপমাত্রার পারদ এক ধাক্কায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তরের জেলাগুলিতে। তাতেই বেজায় খুশি পর্যটকেরা। সপ্তাহান্তে ভিড় বাড়ছে দার্জিলিং, কার্শিয়াং, ডুয়ার্সের মতো পর্যটন কেন্দ্রগুলিতেও। খড়া কাটিয়ে ফের পর্যটকের আনাগোনা বাড়ায় খুশি হোটল মালিকেরাও। 

কোচবিহারেও পারদ কমেছে অনেকটাই । রবিবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ। চেনা পরিচিত রাস্তা ঘাট থেকে নদীর ঘাট বাজারেও একই ছবি। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় যান চলাচলেও সমস্যার সম্মুখীন হন গাড়ির চালকরা। কোচবিহারের মেখলিগঞ্জ, জামালদহ, মাথাভাঙ্গা তেও একই ছবি।