ফের শিলিগুড়ি, দেড় কোটি টাকার হেরোইন সহ নগদ ১৯ লাখ টাকা উদ্ধার! ধৃত ৪

Heroine: : ডিব্রুগড়-রাজধানী এক্সপ্রেস থেকে প্রায় ১৯ কোটি টাকা মূল্যের ৪ কিলো হেরোইন উদ্ধারের ৪৮ ঘণ্টাও কাটেনি। ফের শিলিগুড়িতে পাওয়া গেল প্রায় দেড় কোটি টাকার হেরোইন! সেই সঙ্গে নগদ ১৯ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

ফের শিলিগুড়ি, দেড় কোটি টাকার হেরোইন সহ নগদ ১৯ লাখ টাকা উদ্ধার! ধৃত ৪
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 9:32 PM

শিলিগুড়ি: ডিব্রুগড়-রাজধানী এক্সপ্রেস থেকে প্রায় ১৯ কোটি টাকা মূল্যের ৪ কিলো হেরোইন উদ্ধারের ৪৮ ঘণ্টাও কাটেনি। ফের শিলিগুড়িতে পাওয়া গেল প্রায় দেড় কোটি টাকার হেরোইন! সেই সঙ্গে নগদ ১৯ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বিধাননগর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, এ দিন গোপন সূত্রে খবর পেয়ে বিধান নগরের একাধিক এলাকায় অভিযান চালায় তারা। পুরো অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের প্রায় ২ কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। পাশাপাশি ওই ঘটনায় গ্রেফতার হয়েছে মোট ৪ জন। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ১৯ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দু’দিন আগেই নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে ১৯ কোটি টাকার মাদক উদ্ধার করেছিল স্পেশাল টাস্কফোর্স। ঘটনায় তিনজন মণিপুরের বাসিন্দাকে গ্রেফতার করা হয়। যার মধ্যে একজন ছিল মহিলা। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এরই মাঝে এদিন ফের ফাঁসিদেওয়া থানার অধীন বিধান নগর এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। দেখা যায় আশঙ্কাই ঠিক। সেখানে হাতেনাতে ধরা পড়ে মাদক পাচারকারীরা। গ্রেফতার হয় মোট ৪ জন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম প্রভাস মণ্ডল, স্বপন মণ্ডস, সঞ্জীব গুরুং এবং রাজু গুরুং।

জানা গিয়েছে, প্রভাস ও স্বপন মণ্ডল মালদহের কালিয়াচকের বাসিন্দা। বাকি দুই ধৃতের বাড়ি মণিপুরে। এদের কাছ থেকে উদ্ধার হয় ২ কিলোগ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি ধৃতদের কাছ থেকে মাদক বিক্রির ১৯ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে এত পরিমাণ মাদক তারা পেল, তাদের সঙ্গে কোন চক্র জড়িত তার খোঁজ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই মাদক কারবারের জাল বহু দূর পর্যন্ত বিস্তৃত। ধৃতদের শনিবার আদালতে পাঠাবে পুলিশ।

এর আগে বুধবার রাজ্যপুলিশের এসটিএফ ও শিলিগুড়ি রেল পুলিশের বিশেষ তদন্তকারী দল যৌথ অভিযানে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ মাদক। ঘটনায় গ্রেফতার হয় ৩ জন। এই মাদক পাচারের টাকা জঙ্গি গোষ্ঠীদের হাতেও পৌঁছতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। আপাতত, ধৃতদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই তিন পাচারকারীদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করেছে পুলিশ।

তবে এর আগেও বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বেআইনি মাদক ও নেশাদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি, জলপাইগুড়ির একটি বাসস্ট্যান্ডে আচমকা অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকার মাদক উদ্ধার করেন তদন্তকারীরা। পাচারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। আরও পড়ুন: বাবরি মসজিদ ভাঙার ‘প্রতিশোধ’ নিতে চায় তালিবান-সমর্থক বাংলাদেশি! গ্রেফতার