Sikkim: একটানা বৃষ্টিতে সিকিমের বিভিন্ন রাস্তায় ধস, আটকে প্রচুর পর্যটক, চলছে উদ্ধারকাজ
Landslide: গত কাল থেকে প্রায় ৫০০ জন পর্যটক আটকে পড়েছিলেন। এর মধ্য়ে ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
গ্যাংটক: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিভিন্ন প্রান্ত। তিন-চারদিনের প্রবল বর্ষণের জেরে সেখানকার বিভিন্ন রাস্তায় ধস (Landslide) নেমেছে। এর জেরে অনেক পর্যটক আটকে গিয়েছেন সেখানে। সিকিম বিশেষত উত্তর সিকিমের বেশ কয়েকটি জায়গায় পর্যটকদের আটকে থাকার খবর এসেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কাল থেকে প্রায় ৫০০ জন পর্যটক আটকে পড়েছিলেন। এর মধ্য়ে ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবারও উদ্ধার কাজ চলছে। আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসার কাজও শুরু হয়েছে।
সিকিমের মানগান জেলার বিভিন্ন জায়গায় ধস নেমেছে। এর মধ্যে মানগান থেকে গ্যাংটক আসার রাস্তা ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে উত্তর সিকিমে ঘুরতে যাওয়া বহু পর্যটক লাচেন, লাচুং এবং চুংথাংঙে আটকে রয়েছেন। এর পরই সেনা জওয়ানদের সহায়তায় উদ্ধার কাজে নামে মানগান জেলা পুলিশ। সেখানে বিভিন্ন এলাকায় আটকে থাকা পর্যটকদের পেগং হয়ে গ্যাংটক ফিরিয়ে আনা হয়। গ্যাংটকে একটি গুরুদ্বারে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কিন্তু এখনও প্রায় ২৫০ জন পর্যটক লাচেন, লাচুং এবং চুংথাংয়ে আটকে রয়েছেন। চুংথাংয়ের এসডিপিও, বিডিও, সিকিম পুলিশ এবং আইটিবিপি জওয়ানরা উদ্ধারের কাজ চালাচ্ছেন।
Looks like half of our life will be spent on roads in traffic due to landslide and poor management. #sikkim @OfficeOfNG can we bring some permanent solution for NH 10? pic.twitter.com/GpAwsCR4Sh
— Monica Pandey (@monica_pandey05) October 11, 2022
লাচেন এবং লাচুংয়েও রাস্তা বন্ধ হয়ে আটকে পর্যটকরা। চুংথাং থেকে লাচুং এবং লাচেন যাওয়ার রাস্তাও বন্ধ হয়েছে ধসে। সেখানে প্রায় ৭০টি গাড়িতে প্রায় ২০০ পর্যটক আটকে রয়েছেন। স্থানীয় প্রশাসন পর্যটকদের সমস্ত রমক সহায়তা করছে বলে জানা গিয়েছে। আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে বিকল্প পথে গ্যাংটকে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে।