Accident: দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার পথে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত্যু ১ যাত্রীর

জানা গিয়েছে, বুধবার দার্জিলিং থেকে শিলিগুড়ি আসছিল টাটা সুমো গাড়িটি। সে সময়ই সোনাদা থানার অন্তর্গত বাতাসিয়া খোলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি

Accident: দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার পথে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত্যু ১ যাত্রীর
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 6:20 PM

দার্জিলিং: প্রবলের বর্ষণের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বিপর্যস্ত অবস্থা। এই পরিস্থিতিতেই দুর্ঘটনার কবলে পড়ল একটি টাটা সুমো গাড়ি। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বাতাসিয়া খোলা এলাকায় দুর্ঘটনা ঘটে। এবং খালে পড়ে যায় ওই গাড়ি। সে সময় গাড়িতে ২ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। তার মধ্য়ে এক জনের মৃত্যু হয়েছে। অপর জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার দার্জিলিং থেকে শিলিগুড়ি আসছিল টাটা সুমো গাড়িটি। সে সময়ই সোনাদা থানার অন্তর্গত বাতাসিয়া খোলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খালে পড়ে যায়। জানা গিয়েছে, খারাপ আবহাওয়া এবং বৃষ্টিপাত হওয়ার জেরেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়িতে দুজন যাত্রী ছিলেন। তাঁরা হলেন ভক্ত বাহাদুর থাপা এবং কুমার ঠাকুরি। দুর্ঘটনার জেরে ভক্ত বাহাদুর থাপার মৃত্যু হয়েছে। এবং অপর জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসক।

অন্য দিকে আলিপুরদুয়ারের ভুটান সীমান্তে জয়গাঁ ঝর্ণা বস্তির প্রায় ১৫০ মিটার রাস্তা জলের স্রোতে ভেঙে গিয়েছে। ভুটান পাহাড় থেকে আসা প্রবল জলের স্রোতে ভেঙে গিয়েছে সড়ক। ওই এলাকার পাঁচটি ঘর বিপদজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনও মুহূর্তে এলাকার পাঁচটি ঘর ঝর্ণা ঝোরার জলে মিশে যেতে পারে। এই ঘটনার জেরে চিন্তিত ও আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ঝর্না ঝোরার জল বেরে যাওয়ায় রাস্তা ভাঙতে শুরু করে। মঙ্গলবার রাতে ১৫০ মিটার রাস্তা ধুয়ে গিয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেডিএ কিংবা গ্রাম পঞ্চায়েতের কোনও ব্যবস্থা নিচ্ছে না।