North Bengal: লক্ষ্য পঞ্চায়েত, যুযুধান প্রতিপক্ষের মেগা ইভেন্ট উত্তরে
North Bengal: নবান্ন অভিযানকে সামনে রেখে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের হাইভোল্টেজ কর্মসূচি ঘিরে তুঙ্গে জেলার নেতা-কর্মীদের উদ্দীপনা।
শিলিগুড়ি: ২০২৪-এর আগে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে প্রস্তুতি হিসাবে দেখছে রাজ্যের শাসক বিরোধী সবপক্ষ। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে নিজেদের জমি ধরে রাখতে মরিয়া পদ্মশিবির। অপরদিকে পাহাড়ে নিজেদের আস্থা তৈরিতে সচেষ্ট ঘাসফুল শিবিরও। চলতি সপ্তাহ শেষে শাসক, বিরোধী দুই গোষ্ঠীর মেগা ইভেন্ট দেখতে চলেছেন উত্তরবঙ্গবাসী।
বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। সত্যিই এযেন যুদ্ধেরই আভাস। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের একাধিক দুর্নীতির প্রতিবাদে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। জেলায় জেলায় চলছে তার প্রস্তুতি সভাও। নবান্ন অভিযানকে সামনে রেখেই এবার পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে নিজেদের জমি ধরে রাখতে মরিয়া পদ্মশিবির। শুক্রবার উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মিছিল ও সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও।
শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে আলিপুরদুয়ার। মিছিল রয়েছে বিকেল ৩টেয়। জলপাইগুড়িতে মিছিল বিকেল ৪টেয়। নেতাজি মডার্ন ক্লাব থেকে মিছিল কদমতলা মাদ্রাসা মাঠ পর্যন্ত মিছিল হবে। মিছিল শেষে জনসভা হবে। সুকান্ত মজুমদার মালদহে মিছিল করবেন। রায়গঞ্জে মিছিল রয়েছে বিকেল ৩টেয়। তিনিও মিছিল শেষে জনসভা করবেন।
নবান্ন অভিযানকে সামনে রেখে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের হাইভোল্টেজ কর্মসূচি ঘিরে তুঙ্গে জেলার নেতা-কর্মীদের উদ্দীপনা। ইতিমধ্যেই দলীয় পতাকায় ঢেকে গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন শহরের গলি থেকে রাজপথ। আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপির জেলা নেতৃত্ব।