শাহি রোড শো-তে কাটছাঁট মেদিনীপুরে, ১০ বাড়িতে জনসংযোগ বাড়াবেন স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহের (Amit Shah) রোড শো-র (Road Show) কর্মসূচিতে কাটছাঁট করে ঘরে ঘরে জনসংযোগের উপর জোর দেওয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কর্মসূচিতে কাটছাঁট হল মেদিনীপুরে (Medinipur)। সূত্রের খবর, রোড শো-র (Road Show) কর্মসূচিতে কাটছাঁট করে ঘরে ঘরে জনসংযোগের উপর জোর দেওয়া হয়েছে। বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, রোড শো-র পরিবর্তে অমিত শাহ ১০ টি বাড়িতে গৃহ সম্পর্ক অভিযান চালাবেন।
মঙ্গলবার মেদিনীপুর শহরের কেরানিতলা থেকে গোলপার্ক পর্যন্ত রোড শো করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যের এই রাস্তার ম্যাপে কাটছাঁট করা হয়। প্রায় হাফ কিলোমিটার রাস্তা ছেঁটে গোলপার্কের বদলে বর্তমানে বটতলা চক পর্যন্ত এই রোড শো হবে। এরপর মেদিনীপুর শহরের আরেক প্রান্ত হবিবপুরে তিনি যাবেন জনসংযোগ কর্মসূচিতে। প্রায় ১০ টি বাড়িতে যাবেন তিনি।
আরও পড়ুন: কোন প্রার্থী ভাল, আপনাদের দেখার দরকার নেই, আমি দেখে নেব, আপনারা শুধু ভোটটা দিন: মমতা
নির্ধারিত সময় ২ টো ৪০ মিনিটের আগেই এ দিন মেদিনীপুরের মাটি ছোঁয় শাহের কপ্টার। দুপুর ২ টো ১০ নাগাদ মেদিনীপুরে নেমে যান তিনি। এর পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি রোড শো শুরু করবেন বলে খবর। যদিও কী কারণে শাহি কর্মসূচিতে রদবদল করা হল তা এখনও জানা যায়নি বিজেপি সূত্রে।
আরও পড়ুন: রাজ্যে ভয় বাড়াচ্ছে ব্রিটেন স্ট্রেন, প্রধানমন্ত্রীর কাছে তরুণদের জন্য টিকা প্রার্থনা মুখ্যমন্ত্রীর