Sreerampore: হোয়াটসঅ্যাপে স্কুল বন্ধের নোটিস, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের বিক্ষোভ শ্রীরামপুরে
Hooghly: অভিভাবকদের হোয়াটসঅ্য়াপে চলে গিয়েছে স্কুল বন্ধ করার নোটিস। জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়েই এদিন স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
শ্রীরামপুর: হোয়াটসঅ্যাপে স্কুল বন্ধের নোটিস? ভাবুন কাণ্ড। বৃহস্পতিবার এমনই এক ঘটনা ঘটল শ্রীরামপুরের এক বেসরকারির স্কুলে। অভিভাবকদের হোয়াটসঅ্য়াপে চলে গিয়েছে স্কুল বন্ধ করার নোটিস। জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়েই এদিন স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকদের একাংশ। আর সেই বিক্ষোভের জেরেই তড়িঘড়ি সেই নোটিস প্রত্যাহার করে নেয় স্কুল কর্তৃপক্ষ।
কিন্তু কেন হঠাৎ স্কুল বন্ধ করতে চাইছিল শ্রীরামপুরের ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ? যে নোটিসটি স্কুল কর্তৃপক্ষের তরফে ছাড়া হয়েছিল, তাতে বলা হয়েছিল ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বিদ্যালয়ের মান, পরিকাঠামো বজায় রেখে চালানো সম্ভব হচ্ছে না। তাই ২০২৪ শিক্ষাবর্ষে এই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে এমন স্কুল বন্ধের নোটিস আসতেই স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তাঁদের দাবি, স্কুল বন্ধ করা যাবে না। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে অবশ্য শেষ পর্যন্ত নোটিস প্রত্যাহার করে নিতে বাধ্য হয়ে ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের আশ্বস্ত করে জানানো হয়, আপাতত ওই স্কুল বন্ধ করা হবে না।
শ্রীরামপুরের ওই বেসরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ পড়ুয়া রয়েছে। অভিভাবকদের অভিযোগ, বুধবার হঠাৎই তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ আসে। স্কুল বন্ধের নোটিসের কথা লেখা সেখানে। আর এরপরই নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। ছেলে-মেয়েদের হঠাৎ কোথায় নিয়ে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান অভিভাবকরা। এমন অবস্থায় বৃহস্পতিবার স্কুল গেটের সামনে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ অভিভাবকরা। স্কুলের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা। শেষে অভিভাবকদের বিক্ষোভ ও চাপের মুখে স্কুল বন্ধের নোটিস প্রত্যাহার করে নেয় স্কুল কর্তৃপক্ষ।