Baidyabati: সংস্কারের পরই সরছে মাটি, খালধারের একাধিক বাড়িতে ফাটল

Baidyabati: আতঙ্কিত বাসিন্দারা ইতিমধ্যেই পুরসভার দ্বারস্থ হয়েছেন। বাসিন্দা পার্থ প্রদীপ্ত নাথ, শেখ বাবুল, আখতারি বিবিদের অভিযোগ, চলতি বছরের শুরুর দিকে সেচ দফতর থেকে খাল সংস্কার করা হয়।

Baidyabati: সংস্কারের পরই সরছে মাটি, খালধারের একাধিক বাড়িতে ফাটল
বৈদ্যবাটিতে বাড়িতে ফাটলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 8:27 AM

হুগলি: বৈদ্যবাটি খালের পাশে একাধিক বাড়িতে ফাটল। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খড়পাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে খাল পাড়ের বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছে। বাড়ির দেওয়াল মেঝেতে ফাটল ধরেছে, ভিত থেকে মাটি সরে গিয়েছে। বিপজ্জনকভাবেই বাস করছেন বাসিন্দারা।

আতঙ্কিত বাসিন্দারা ইতিমধ্যেই পুরসভার দ্বারস্থ হয়েছেন। বাসিন্দা পার্থ প্রদীপ্ত নাথ, শেখ বাবুল, আখতারি বিবিদের অভিযোগ, চলতি বছরের শুরুর দিকে সেচ দফতর থেকে খাল সংস্কার করা হয়। তখনই গভীর ভাবে খালের মাটি কাটা হয়েছে। আর তার পরেই এই অবস্থা খালপাড়ের বাড়ি গুলোর। খাল পাড়ে ভাঙন বাড়ছে। রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না তাঁরা। এক বাসিন্দা বলেন, “পরিস্থিতি অত্যন্ত খারাপ। রাতে ঘুম ভেঙে যাচ্ছে। হয়তো এই বাড়ি ভেঙে গেল। খালটা কিছুটা আগেই সংস্কার করা হয়েছে। তাতেই মাটি সরে যাচ্ছে। বাড়ির ভিড় নড়বড়ে হয়ে গিয়েছে।   ”

বাড়ি ছেড়ে অন্যত্র থাকছে কয়েকটি পরিবার।বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাড়ি বাঁচানো চেষ্টা করেছেন লাভ হয়নি। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত জানিয়েছেন, প্রায় ১৪টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসনকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সেচ দফতর থেকে এলাকা পরিদর্শন করে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।