Hooghly: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পানশালার গায়িকার

Hooghly: অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, বলাগড়ের একটি পানশালায় গান করেন ওই যুবতী। যে গাড়িতে তিনি যাতায়াত করতেন সেই গাড়িরই চালক ছিলেন ওই যুবক।

Hooghly: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পানশালার গায়িকার
প্রতীকী ছবি।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 7:00 PM

হুগলি: পানশালার গায়িকার সঙ্গে প্রেম। সেই প্রেমিকাকেই ধর্ষণের অভিযোগ গাড়ি চালকের মধ্যে। সূত্রের খবর, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছেন তাঁর প্রেমিক। কিন্তু, বিয়ের কথা বললেই এড়িয়ে গিয়েছেন। অভিযুক্ত যুবকের বয়স ২৫। গত ৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মগড়া থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। এরপরই শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হয়। 

অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, বলাগড়ের একটি পানশালায় গান করেন ওই যুবতী। যে গাড়িতে তিনি যাতায়াত করতেন সেই গাড়িরই চালক ছিলেন ওই যুবক। সেই সূত্রেই তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। যুবতীর দাবি, সম্প্রতি বিয়ের কথা উঠলেই তা এড়িয়ে যাচ্ছিলেন ওই যুবক। কিন্তু, বিয়ের কথা বলেই তাঁকে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছেন ওই যুবক। তাঁর কঠোর শাস্তির দাবিও তুলেছেন ওই যুবতী। 

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত। তাঁর স্পষ্ট দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এদিন মামলাটি আদালতে উঠতেই তা নিয়ে চর্চা চলে কোর্টের অন্দরেও। প্রসঙ্গত, গোটা দেশের পাশাপাশি সাম্প্রতিককালে বাংলা থেকেও লাগাতার ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে। এরইমধ্যে এ ঘটনা সামনে আসতেই তা নিয়ে চাপানউতর শুরু হয়েছে প্রশাসনিক মহলের অন্দরেও।